জঙ্গি হামলার জের, পাকিস্তানে কাজই বন্ধ করে দিল চিন! কর্মহীন কয়েক হাজার মানুষ

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) দুঃখ যেন শেষ হওয়ার নয়। একের পর এক সমস্যা ঘিরে ধরেছে সে দেশকে। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক অচলবস্থা এবং জঙ্গী উৎপীড়ন, সমস্ত কিছু একসাথে মিলে শেষ করে দিচ্ছে পাকিস্তানকে। এরইমধ্যে খবর আসছে যে, পাকিস্তানে একটি বড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে একটি চিনা (China) কোম্পানি। আর তারফলে বড়ই বেকায়দায় পড়েছে পাকিস্তান।

কিন্তু কেন বন্ধ হয়ে গেল চিনা সহযোগিতায় নির্মাণ হওয়া বাঁধ?

চিনা কোম্পানি তাদের প্রকল্প বন্ধ করে দেওয়ার কারণে এক ধাক্কায় বেকার হয়ে গিয়েছে সেই প্রকল্পে কাজ করা 2,000 পাকিস্তানি। পাকিস্তানে বাঁধ নির্মাণ বন্ধ করে দেওয়ার কারণ বারংবার জঙ্গী হামলা। কিছুদিন আগেই পাকিস্তানে চিনা প্রকৌশলীদের ওপর আত্মঘাতী হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামলায় মোট পাঁচ চিনা ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যে নির্মিত তারবেলা বাঁধের সক্ষমতা বাড়ানোর জন্য বর্তমানে কাজ চলছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে তারবেলা T5 এক্সটেনশন। সেই নিয়েই কাজ করছিল চিনের সরকারি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি অব চায়না (PCC)। 1530 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা। প্রকল্পটির জন্য অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক ও এশিয়ান ব্যাংক। আর এই বাঁধ নিমেনানের সমস্ত দায়িত্ব নিয়েছে চিনা ইঞ্জিনিয়ারের দল।

আরও পড়ুন : কেজরির মেয়াদ শেষ! দিল্লির নয়া মুখ্যমন্ত্রী সুনীতা? কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে জল্পনা

চিনা ইঞ্জিনিয়ারের সাথে সেখানে 2000 পাকিস্তানি মজদুরকেও কাজে লাগানো হয়। কিন্তু এবার চিনা প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর তার কারণ হিসেবে মনে করা হচ্ছে 26 মার্চ খাইবার পাখতুনখোয়াতে চিনা ইঞ্জিনিয়ারদের উপর ঘটে যাওয়া হামলা। তারা সবাই দাসু বাঁধ প্রকল্পে কর্মরত ছিলেন। এই হামলার সময় বাঁধে কর্মরত ইঞ্জিনিয়াররা ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়ার দাসু যাচ্ছিলেন। তখনই বিস্ফোরক বোঝাই গাড়ির সাথে তাদের বাসের ধাক্কা হয়।

5d3abbe9d4435

যদিও কোনো সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে যে, এই হামলার পিছনে রয়েছে বেলুচ যোদ্ধারা। এর আগেও তারা চিনা নাগরিকদের টার্গেট করে। গত 2021 সালে এই একই দাসু বাঁধে হামলা হলে সেবার 9 চিনা নাগরিক মারা যায়। এছাড়া 2022 সালেও আত্মঘাতী হামলায় 3 চিনা নাগরিকের জীবন যায়। একের পর এক হামলার কারণে শেষ অবধি প্রকল্পটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে চিন।

আরও পড়ুন : অপেক্ষার অবসান! বাজারে আসছে ৫ দরজার মাহিন্দ্রা ‘থার’, চমকে দেবে বৈশিষ্ট্য

এছাড়াও 2022 সালে, একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা তিন চীনা নাগরিক নিহত হয়েছিল। এই হামলাকারী বেলুচ লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত ছিল। হামলায় নিহত চীনা নাগরিকরা পাকিস্তানে চীনা ভাষা শেখাতেন। এই হামলার একটি ভিডিওও ভাইরাল হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর