বাংলাহান্ট ডেস্ক:- জাতীয় মহাকাশ দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এবার মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন (Indian Space station) তৈরি করবে ভারতও। জাতীয় মহাকাশ দিবসের মঞ্চ থেকে ভারতের মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । তিনি জানালেন, ভারত নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন (International Space station) তৈরির কাজ শুরু করেছে। এদিন প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন দ্রুত অ্যাডভান্সড প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হচ্ছে। শিগগিরই বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান মিশনে যাবে।”
ভারতের নিজস্ব আন্তর্জাতিক স্পেস স্টেশন (Indian Space station)
মহাকাশ বিজ্ঞানে আরও একধাপ উন্নতির পথে এগোতে চলেছে ভারত। মহাকাশ দিবসের মঞ্চ থেকে মোদির ঘোষণা তা আবারও প্রমাণ করে দিল। এদিন ইসরো ও প্রধানমন্ত্রী ভারতের আধুনিকতম স্পেস রোডম্যাপ নিয়ে একাধিক উদ্যোগের শিলান্যাস করেন। যার মধ্যে উল্লেখ রয়েছে BAS-এরও। আন্তর্জাতিক স্পেস স্চেশন নিয়ে আগেই ইসরো একটি মডিউল প্রকাশ করে। অন্তরীক্ষ স্টেশন স্থাপন করে গোটা বিশ্বে রাশিয়া আমেরিকা ও চিনের পর চতুর্থ স্থানে নাম জুড়তে চলেছে ভারত।
মহাকাশ স্টেশনের মডিউল
ইতিমধ্যেই পাঁচটি মডিউলে ভাগ করা হয়েছে ভারতীয় মহাকাশ স্টেশনকে। যার মধ্যে প্রোপালশন এবং ECLSS তরল, বিকিরণ, তাপীয় এবং মাইক্রো মেটিওরয়েড অরবিটাল ডেব্রিস সুরক্ষা, স্পেস স্যুট ছাড়াও অতিরিক্ত যানবাহন কার্যকলাপ সমর্থন করার জন্য এয়ারলক এবং ইন্টিগ্রেটেড এভিওনিক্স প্লাগ অ্যান্ড প্লে এই সমস্ত ব্যবস্থাগুলি থাকবে। জানা যাচ্ছে, ২০২৮ সালের মধ্যেই BAS-01 অর্থাৎ, ভারতের মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি উৎক্ষেপণ করা হবে। ISRO জানিয়েছে, ২০৩৫ সালের মধ্যেই স্টেশনটিকে পাঁচটি মডিউলে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
মহাকাশ স্টেশনের মডিউল ১
পাঁচটি মডিউলে বিভক্ত ভারতীয় মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটির ওজন হবে ১০ টন। ভারতীয় মহকাশ স্টেশনটি স্থান পাবে পৃথিবী থেকে ৪০০ কিমি উঁচুতে অবস্থিত কক্ষপথে। এৎ প্রধান বৈশিষ্ট্য গুলির মধ্যে অন্যতম হল, দেশীয়ভাবে তৈরি পরিবেশগত নিয়ন্ত্রণ ক্ষমতা, লাইফ সাপোর্ট, ভারতীয় ডকিং সিস্টেম, বার্থিং মেকানিজম, থাকবে স্বয়ংক্রিয় হ্যাচ সিস্টেম, থাকবে মাইক্রোগ্র্যাভিটি গবেষণার ব্যাবস্থা তাছাড়াও এটিতে থাকবে প্রযুক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম।
আরও পড়ুন:- আধার কার্ড থাকলেই কি মুক্তি মিলবে SIR থেকে? খোলসা করে আদালত বলল….
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর পোস্ট
সোশ্যাল মিডিয়া ভারতীয় মহাকাশ স্টেশন তৈরির কথা ঘোষণা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি লেখেন’ আজ, ভারত সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন এবং বৈদ্যুতিক চালনার মতো যুগান্তকারী প্রযুক্তিতে দ্রুত এগিয়ে চলেছে। শীঘ্রই, আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে, ভারতও গগনযানের সাথে উড়বে এবং আগামী সময়ে, ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।’