বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। ‘হাইপ্রোফাইল’ এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত ২ বছরের অধিক সময় ধরে জেলবন্দি তিনি। এদিকে এই মামলায় একের পর এক অভিযুক্ত জামিন পেতেই তাঁর জামিন নিয়েও চর্চা শুরু হয়েছে।
পার্থর (Partha Chatterjee) জামিনের প্রশ্নে সুপ্রিম-ভর্ৎসনার মুখে ইডি!
সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহার পর সেই তালিকায় জুড়েছে পার্থ ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। এদিকে ইডির পর সিবিআইয়ের মামলাতেও শুক্রবার জামিন পান কুন্তল ঘোষ। ফলে তাঁর জেলমুক্তিতেও আর কোনও বাধা রইল না। এই আবহে এবার চর্চার কেন্দ্রে চলে এসেছে পার্থর জামিনের বিষয়টি।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের প্রশ্নে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আদালত সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে কার্যত ধমক দিয়ে শীর্ষ আদালত জিজ্ঞেস করে, ‘আপনাদের সাজা ঘোষণার হার কত? ৬০-৭০% হলেও বুঝতে পারতাম’।
আরও পড়ুনঃ অসুস্থ! এখনও এলেন না ‘কালীঘাটের কাকু’! জেল থেকে যা পাঠানো হল… জোর শোরগোল!
এমনকি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে (Partha Chatterjee) দীর্ঘদিন ধরে জেলবন্দি রাখা নিয়েও সেদিন প্রশ্ন করে শীর্ষ আদালত। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যদি জামিন দেওয়া হয়, তাহলে কী সমস্যা হবে সেটা জানতে চায় সুপ্রিম কোর্ট। এদিকে পার্থর আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন, যে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে, তাতে সর্বাধিক ৭ বছর শাস্তি হতে পারে। এর মধ্যে ইতিমধ্যেই আড়াই বছর জেল খেটে ফেলেছেন পার্থ। তবে এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
এদিকে অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল, তিনি জামিন পেয়ে গিয়েছেন বলে উল্লেখ করেন মুকুল। এই আবহে অনেকে মনে করছেন, পার্থ (Partha Chatterjee) শীঘ্রই হয়তো জামিন পেয়ে যাবেন। অতীতে বহুবার প্রভাবশালী তত্ত্বের উল্লেখ করে তাঁর জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় এজেন্সি। তবে সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্তরা যেভাবে পরপর জামিন পেয়েছেন, তা দেখে অনেকেই মনে করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও হয়তো শীঘ্রই জামিন পেয়ে যাবেন। আদালত এবার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।