বাংলা হান্ট ডেস্ক : শনিবার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে এ বার অযোধ্যার বিতর্কিত জমিতেই তৈরি হবে রাম মন্দির, ইতিমধ্যেই অযোধ্যায় রাম লেখা ইট চলে গিয়েছে রাম মন্দির তৈরির জন্য৷ তাই এবার মন্দির নির্মাণে আর কোনো বাধা থাকল না৷ যদিও অযোধ্যার রায় নিয়ে আগে থেকেই বিজেপি আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের আশা ছিল, এবার ইস্তেহার পত্র পাওয়ার পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি৷
রায়দানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ 1986 সালে অযোধ্যা মামলায় রাম মন্দির নির্মাণে তাঁর সক্রিয় অংশগ্রহণের কথা বলে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদালতের রায়কে সকলে স্বাগত জানিয়ে এ কথা বললেন তিনি৷ একই সঙ্গে রাম মন্দির যে ছিল তা ঐতিহাসিকভাবে সত্যি এদিন সেটাও তুলে ধরেন দিলীপ ঘোষ৷একই সঙ্গে অযোধ্যা দখলের পর এবার কাশি ও মথুরা মন্দির পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি৷
যদিও কাশি ও মথুরার মন্দিরে কী হবে তাঁর সাধু সন্তরা ঠিক করবেন এমনটাই বলেছেন৷ তবে রাম মন্দির ইস্যুতে বিজেপির গুণগান গাইতে কিন্তু কম কসুর করেননি দিলীপ, হিন্দুত্ববাদের দোহাই দিয়ে ইভিএম হিন্দুত্বের ডিভিডেন্ট মিলবে তা একপ্রকার স্বীকার করে উপনির্বাচনে সেই ফল পাওয়া যাবে এমনটাই আশাবাদী তিনি৷তবে এদিন রামমন্দির প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে পিছপা হন নেই৷
তাই তো মুখ্যমন্ত্রীর অযোধ্যা মামলার পর নীরব অবস্থানকে কটাক্ষ করে অনেকে এই রায়ে দুঃখী হয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ এর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্বকে বড় করে দেখে অযোধ্যা মামলার রায় অনেক আগেই আসার কথা ছিল এমনটাও বলেন দিলীপ ঘোষ৷ একই সঙ্গে সরকার ঠিকঠাক পথে এগোচ্ছে বলে মন্তব্য করতে ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি৷