কপাল খুলল বাংলার, ৩,২০০ কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক! কী হবে এই বিপুল টাকায়?

বাংলা হান্ট ডেস্ক: ফের ঋণ নিচ্ছে বাংলা। বিশ্ব ব্যাঙ্ক (World Bank) থেকে আরও ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ পেতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই এই টাকা প্রদানে কেন্দ্র প্রাথমিক সম্মতি দিয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা পঞ্চায়েতে কাজে খরচ হবে। ‘ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত’ প্রজেক্ট চালুর জন্য কেন্দ্রের তরফে ঋণদানে সম্মতি জানানো হয়েছে।

পঞ্চায়েতের আধুনিকীকরণ, কর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ, জিনিসপত্র কেনা-সহ বিভিন্ন রকমের পরিকাঠামোমূলক উন্নয়নের জন্য এই টাকা খরচ করা হবে। জানা গিয়েছে, ২০২৯ সালের মধ্যেই এই প্রজেক্টের কাজ শেষ হবে। মূলত এই প্রজেক্টের তৃতীয় পর্যায়ের কাজের জন্যই এই টাকা খরচ করা হবে।

   

বিশ্ব ব্যাঙ্কের থেকে ঋণ নেওয়ার জন্য কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স-এর অনুমোদন লাগে। আর কেন্দ্রের কাছ থেকে এই সম্মতি আসার পরই রাজ্যের (West Bengal) পঞ্চায়েত দপ্তর কেন্দ্রকে একটি লিখিত প্রস্তাব পাঠাচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা রাজ্যে এসেছিলেন। রাজ্যের পারফরম্যান্স খুব ভালো হওয়ায় নতুন করে ঋণ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছে তাদের তরফে।

world bank

২০১০ সালে আইএসজিপি প্রকল্প শুরু হয়। যার মাধ্যমে প্রায় ১ হাজার গ্রাম পঞ্চায়েতকে (Panchayat) এই প্রকল্পের আওতায় আনা হয়। এরপর ২০১৭ সালে এই প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে কাজ করার জন্য অনুমোদন দেয় বিশ্ব ব্যাঙ্ক। রাজ্যের তরফে যেভাবে এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে, তাতে বেজায় খুশি তারা। রাজ্যের এই কাজকে ‘হাইলি স্যাটিসফ্যাক্টরি’ রেটিংও দেওয়া হয়েছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। বিশ্ব ব্যাঙ্কের চুক্তি অনুযায়ী, ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। সেক্ষেত্রে তার আগে এই টাকা মিললে রাজ্যের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর