করমণ্ডল কেড়েছে একাধিক প্রাণ! কিন্তু এই সেনা কর্মীর একটি কাজ রাতারাতি হিরো বানিয়েছে তাকে

বাংলাহান্ট ডেস্ক : গত শুক্রবার ছিল ভারতীয় রেল ইতিহাসের এক কালো দিন। ঐদিন সন্ধ্যায় উড়িষ্যার বালেশ্বর এর কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় দুরন্ত গতির করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। ওই ট্রেনের সাথে একই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি ও হামসাফার এক্সপ্রেস। সরকারি মতে এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০০ ও আহতের সংখ্যা প্রায় ১০০০।

কিন্তু এই দুর্ঘটনার পর এক সেনা কর্মীর কাজ রীতিমত তাকে হিরো বানিয়ে দিয়েছে। ওই NDRF (National Disaster Response Force) সেনা জওয়ান এখন রীতিমত সবার কাছে হিরো। ছুটি নিয়ে দুর্ঘটনার দিন ওই সেনা কর্মী বাড়ি যাচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেস করে । কিন্তু ট্রেনটি হাওড়ার শালিমার স্টেশন থেকে ছাড়ার পর উড়িষ্যার বালেশ্বর এর কাছে দুর্ঘটনার সম্মুখীন হয়।

এরপর দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি থেকে যাত্রীদের বাঁচানোর জন্য উদ্ধার কাজে নামতে হয় তাকে। এই সেনা কর্মী যদি তৎপর না হতেন তাহলে হয়তো নিহত ও আহতের সংখ্যা আরো বৃদ্ধি পেত। দুর্ঘটনার পর নিজেকে শান্ত রেখে ভেঙ্কটেশ এন কে সরাসরি যোগাযোগ করেন কন্ট্রোল রুমের সাথে। কন্ট্রোল রুমের প্রতিনিধিরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেন সেই জন্য হোয়াটসঅ্যাপে শেয়ার করেন লাইভ লোকেশন।

নিজের ছুটির কথা ভুলে হাত লাগান উদ্ধারকার্যে। কলকাতায় সেকেন্ড ব্যাটেলিয়ানে কর্মরত এই এনডিআরএফ কর্মী। দুর্ঘটনার দিন এই সেনা কর্মী যেভাবে তৎপরতার সাথে উদ্ধারকার্যে হাত লাগিয়েছিলেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। উদ্ধারকারী দল জানিয়েছে ওই সেনা কর্মীর পাঠানো লাইভ লোকেশন তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সাহায্য করেছে। 

Coromandel 1

করমণ্ডল এক্সপ্রেসের এসি কামরার ৫৮ নম্বর সিটে ছিলেন NDRF কর্মী ভেঙ্কটেশ। করমন্ডল এক্সপ্রেস শুক্রবার বারেশ্বরের কাছে পৌঁছাতেই সম্মুখীন হয় চরম ঝাঁকুনির। এরপর খেলনা গাড়ির মতো ট্রেনটি একটি মাল গাড়ির উপরে উঠে যায়। ট্রেনের বেশ কিছু বগি লাইনের উপর উল্টে যায়। দুর্ঘটনার তীব্রতা বুঝতে পেরে ভেঙ্কটেশ NDRF এর কন্ট্রোল রুমে খবর দেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর