চরম বিপাকে কেজরিওয়াল! ED-র পর এবার CBI-র হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের ঠিক মুখে গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। নির্বাচন চলাকালীন গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্তর্বর্তীকালীন জামিন পেলেও ভোট মিটতেই ফের তিহাড়ে ফিরতে হয়েছে আপ সুপ্রিমোকে। এর মাঝে ফের ঝটকা! ED-র পর এবার CBI-র হাতে গ্রেফতার হলেন তিনি।

এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন কেজরিওয়াল। তাঁর জামিন নিয়ে গত বৃহস্পতিবার থেকে টানাপোড়েন চলছে। তার রেশ কাটতে না কাড়তেই মঙ্গলবার আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন তিনি। মঙ্গলবার রাতে তিহাড় জেলেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করল CBI (Central Bureau of Investigation)।

সোমবার তিহাড়ে গিয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। এরপর মঙ্গলবার তাঁকে গ্রেফতার হিসেবে দেখানো হয়। জানা যাচ্ছে, বুধবার তথা আজই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে। এর ফলে তাঁর বিপদ আরও বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ ED-র (Enforcement Directorate) দায়ের করা মামলায় যদি তিনি কোনওভাবে জামিন পেয়েও যান, তাহলে CBI-র মামলায় হেফাজতে থাকতে হতে পারে তাঁকে। জেল থেকে বেরোতে গেলে এখন দুই মামলাতেই জামিন পেতে হবে কেজরিকে।

আরও পড়ুনঃ বসিরহাটে আবার ভোট? হাজি নুরুলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, হাই কোর্টে মামলা রেখার

এদিকে আবার ED-র মামলায় জামিন পাওয়া নিয়ে গত বৃহস্পতিবার থেকে টানাপোড়েন চলছে। বৃহস্পতিবার নিম্ন আদালতের তরফ থেকে জামিন দেওয়া হয় কেজরিকে। তবে নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়ে ED পরের দিনই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়। উচ্চ আদালতের তরফ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়। ২৫ জুন মামলার আগামী শুনানি দিন ঠিক করা হয়।

Arvind Kejriwal

এমতাবস্থায় রবিবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হন কেজরি। তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানান। তবে সেখানেও কিছু সুরাহা হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে এখনও কোনও নির্দেশ দেওয়া হবে না। এমতাবস্থায় দিল্লি হাই কোর্ট এই মামলায় কোনও রায় দিলে সেদিকেই নজর থাকবে সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর