বাংলা হান্ট ডেস্কঃ ২০১০ থেকে ২০১৮, টানা ৮ বছর কলকাতার (Kolkata Municipal Corporation) মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর সেই দায়িত্ব তুলে দেওয়া হয় ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাঁধে। এবার শোনা যাচ্ছে, ফের পুরনো ‘কুর্সি’তে বসতে চলেছেন শোভন। সম্প্রতি এমনই এক দাবিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
কেএমসির (Kolkata Municipal Corporation) মেয়র পদ ছাড়ছেন ফিরহাদ?
ফিরহাদ হাকিমকে সরিয়ে নাকি ফের কলকাতার মেয়র (Kolkata Mayor) পদে শোভনকে বসাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সম্প্রতি এমনটাই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘ববি হাকিমকে মেয়র পদ ছাড়তে বলে দেওয়া হয়েছে। আমার কাছ থেকে শুনে নিন’। ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ নিজে। এবার মুখ খুললেন শোভনের (Sovan Chatterjee) স্ত্রী তথা বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।
শোনা যাচ্ছে, শোভনের তৃণমূলে ‘কামব্যাক’ করাটা নাকি স্রেফ সময়ের অপেক্ষা। কয়েকদিন আবার প্রাক্তন মেয়রের (KMC Mayor) গোলপার্কের বাড়িতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। এরপর দক্ষিণ কলকাতার এক TMC নেতাও তাঁর সঙ্গে দেখা করেন। এরপর শোভন নিজেও একুশে জুলাইয়ে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন। এরপর আরও তীব্র হয় তাঁর TMC-তে ফেরার জল্পনা।
আরও পড়ুনঃ DA অতীত, এবার হু হু করে বাড়বে সরকারি কর্মীদের বেতন! বিরাট উদ্যোগ সরকারের
ফিরহাদ (Firhad Hakim) এই প্রসঙ্গে বলেন, ‘আমার কোনও তথ্য নেই, কোনও উৎসাহও নেই’। এবার শোভন-পত্নী রত্না বলেন, ‘তৃণমূল এবং আমি পরস্পরের পরিপূরক’। ফিরহাদের প্রশংসাও শোনা যায় রত্নার মুখে। তিনি বলেন, ‘উনি (শোভন) আসতে চাইলে আসতে পারেন। কেউ যেতে বলেছি, উনি যদি আসেন আসবেন। উনি এসে বিরক্ত করলে হবে না। ববিদা ভালো মেয়র। আমি কীভাবে অপমানিত হয়েছি উনি দেখেছেন’।
এদিকে লোকসভা নির্বাচনের রেজাল্ট ঘাঁটলে দেখা যাচ্ছে, কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) আস্তে আস্তে বিজেপির অবস্থান মজবুত হচ্ছে। ১৪৪ ওয়ার্ড বিশিষ্ট KMC-তে বছর দুয়েক আগে অবধি পুরভোটে মাত্র ৩টি ওয়ার্ডে পদ্ম ফুটেছিল। তবে এবারের লোকসভা ভোটে ৪৫টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি।
বেহালার কথা বলা হলে, হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। শোভন রাজনীতি থেকে দূরে। এমতাবস্থায় দলের সংগঠন পোক্ত করতেই কি প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে তৎপর হয়ে উঠেছে জোড়াফুল শিবির? একুশে জুলাইয়ের মঞ্চেই কি ফের TMC-তে যোগদান করবেন শোভন? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।