৩৪ টি গাড়িতে বোমা! ৪০০ কেজির RDX নিয়ে ১ কোটি মানুষকে মারার হুমকি, মুম্বাইতে জারি হাই অ্যালার্ট

Published on:

Published on:

After getting a bomb thread call high alert issued in Mumbai.

বাংলাহান্ট ডেস্ক: ফের মুম্বইতে (Mumbai) তাজা বোমা হামলার হুমকিতে তোলপাড়। বৃহস্পতিবার রাতেই শহরের ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আসে একটি ফোনকল। সেখানে নিজেকে ‘লস্কর-ই-জিহাদি’ (Lashkar-e-Jihadi) সংগঠনের সদস্য পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় কলার দাবি করে, মুম্বই জুড়ে ৩৪টি মানব বোমা বিস্ফোরিত হবে। শুধু তাই নয়, শহরের বিভিন্ন এলাকায় রাখা গাড়িতে মোট ৪০০ কেজি আরডিএক্স ভরা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। আরও ভয়ঙ্কর অভিযোগ, পাকিস্তান থেকে ইতিমধ্যেই ১৪ জন জঙ্গি মুম্বইয়ে প্রবেশ করেছে এবং তারাই হামলা চালাবে। এই খবর ছড়াতেই আতঙ্ক ছড়ায় বাণিজ্যনগরীতে।

মুম্বাইতে বিস্ফোরণের হুমকি কল (Mumbai)

হুমকি বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে মুম্বই (Mumbai) পুলিশ। মুহূর্তেই জারি করা হয় ‘হাই অ্যালার্ট’। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। রাস্তায় রাস্তায় চলছে তল্লাশি অভিযান। রেলস্টেশন, বিমানবন্দর, শপিং মল, সিনেমা হল, ধর্মীয় স্থান, জনবহুল বাজার এবং অফিস এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বর্তমানে শহরে গণেশ বিসর্জনের উৎসব চলায় ভিড় বেশি থাকায় কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যে কোনও আশঙ্কাজনক পরিস্থিতি সামাল দিতে বম্ব স্কোয়াড এবং বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: নতুন “প্যাঁচ”! ভারতের ওপর শুল্ক চাপিয়ে ইউরোপের দেশগুলির কাছে রুশ তেল না কেনার বার্তা ট্রাম্পের

তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, এটি ভুয়ো হুমকি হতে পারে। তবুও মুম্বই (Mumbai) পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এক আধিকারিক বলেন, “ভুয়ো হলেও এই ধরনের হুমকি বারবার আসছে, তাই একটিও হালকা ভাবে নেওয়া যায় না। নিরাপত্তার স্বার্থে আমরা প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখছি।”

প্রসঙ্গত, এর আগেও বহুবার দেশের বিভিন্ন জায়গায় ভুয়ো বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছে। দিল্লি, জয়পুর এবং মুম্বইয়ের (Mumbai) স্কুল, কলেজ, বিমানবন্দর ও সরকারি দফতরকে লক্ষ্য করে ফোন বা ইমেল করে বারবার আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে। শুধু গত বছরের মে মাসেই প্রায় ৩০০টি স্কুল বোমা হামলার হুমকি-ইমেল পেয়েছিল। এ বছরের জুলাই মাসেও রাজধানী দিল্লিতে টানা তিন দিন ধরে আটবার বোমা হামলার হুমকি ফোন আসে। কয়েক দিন আগেই দিল্লির ৫০টিরও বেশি স্কুলে বোমা হুমকির ইমেল পাঠানো হয়েছিল। পরে সেগুলি সবই ভুয়ো বলে প্রমাণিত হয়।

After getting a bomb thread call high alert issued in Mumbai.

আরও পড়ুন:- বিরোধিতা জানিয়েছিল ভারত! এবার পাকিস্তানের বহু প্রতীক্ষিত প্রকল্প থেকে মুখ ফেরাল চিন

তবুও মুম্বইয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ শহরটি অতীতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার সাক্ষী। ২০০৮ সালের ২৬/১১ মুম্বই (Mumbai) হামলা এখনও তাজা আতঙ্কের স্মৃতি। ফলে এ ধরনের হুমকি পেলেই গোটা শহর সতর্ক হয়ে ওঠে। পুলিশের দাবি, বর্তমানে গোয়েন্দা বিভাগ থেকে কোনও বিশেষ সতর্কবার্তা না এলেও নাগরিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। হুমকি সত্যি বা ভুয়ো যাই হোক না কেন, প্রশাসনের কড়া নজরদারি শহরবাসীর মধ্যে খানিকটা হলেও নিরাপত্তার আশ্বাস দিচ্ছে।