গুজরাট-বিহারের পর মদ নিষিদ্ধ হবে উড়িষ্যায়! খোদ মন্ত্রীর মন্তব্যে বিরাট শোরগোল

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ২৪ বছরের বিজেপি সরকারের (BJP Government) অবসান ঘটিয়ে উড়িষ্যার (Odisha) প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর হাতে ক্ষমতা হাতে আসতেই  এই রাজ্যে মদ ব্যান (Ban Liquor) করার বিষয়ে চিন্তা চিন্তাভাবনা শুরু করেছে বিজেপি সরকার। সম্প্রতি ওড়িশার সামাজিক সুরক্ষা ও বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন সংক্রান্ত দফতরের মন্ত্রী নিত্যানন্দ গোন্ড দাবি করেছেন সমাজের ওপর এই মদ্যপানের জন্য খারাপ প্রভাব পড়ছে। সমাজ দূষিত হচ্ছে।

তাই গুজরাট, বিহার, মিজোরাম, আর  নাগাল্যান্ডের পর এবার উড়িষ্যাতেও  মদ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রথমবারেই গোটা ওড়িশায় মদ্যপান নিষিদ্ধ করা সম্ভব না হলেও, ধাপে ধাপে উড়িষ্যাকে মদ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলতে চায় বিজেপি এ প্রসঙ্গে উড়িষ্যার মন্ত্রী মন্তব্য, ‘মদের নেশার কারণেই দূষিত হচ্ছে সমাজ’।

উড়িষ্যার এক সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে ওই মন্ত্রী জানিয়েছেন ‘রাজস্ব আদায়ে ক্ষতির ভয়ে কখনই মদ বিক্রিকে উৎসাহিত করা যায় না। মদের আসক্তির কারণে সমাজ দূষিত হচ্ছে। একাধিক রাজ্যে ইতিমধ্য়েই সরকারি ভাবে মদ নিষিদ্ধ হয়েছে। আবগারি ও অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা পর্যায়ক্রমে উড়িষ্যাকে মদমুক্ত করার চেষ্টা করব।’

আরও পড়ুন: চন্দ্রযান ৪ নিয়ে বিরাট পরিকল্পনা ISRO-র! তুলে আনবে চাঁদের মাটি, বড় ঘোষণা সোমনাথের

প্রসঙ্গত ইতিপূর্বে ধাপে ধাপেই মদ নিষিদ্ধ করা হয়েছে গুজরাট, বিহার, মিজোরাম, এবং নাগাল্যান্ডে।সেইসাথে এদিন  নিত্যানন্দ গোন্ড উল্লেখ করেছেন, সরকার স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলার লক্ষ্যে, মাদকের ব্যবহার কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। কিছুদিন আগেই সমাজমাধ্যমে গুজব রটেছিল ১৫ অগাস্ট থেকে নাকি উড়িষ্যায় আর মদ পাওয়া যাবে না।

Alchohol 1

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই  পোস্টে দাবি করা হয়েছিল সরকার ভারতে তৈরি বিদেশি মদ (IMFL) এবং দেশীয় মদ নিষিদ্ধ করবে উড়িষ্যায়। পরে অবশ্য রাজ্য়ের তথ্য ও জনসংযোগ বিভাগ (I & PR) এই গুজব নাকচ করে দিয়েছিল। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, এই তথ্য ভুয়ো আর  বিভ্রান্তিকর। তাই  জনসাধারণের কাছে আর্জি জানানো হয় কেউ যাতে  এই ধরনের ভুয়ো দাবিতে কান না দেন। পরিবর্তে সঠিক তথ্যের জন্য সরকারি বিবৃতিতেই নজর দিতে বলেন সকলে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর