স্বাধীনতার পর এই দিনেই করা হয় দেশের প্রথম মোবাইল কল! যেটির ১ মিনিটের খরচ জানলেই উড়ে যাবে হুঁশ

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরে মহাসমারোহে পালিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day)। ইতিমধ্যেই দিনটিকে স্মরণীয় করে তুলতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তবে, স্বাধীনতার পর থেকে আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রেই বিপুল পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব জায়গায় প্রভূত উন্নতি ঘটেছে। পাশাপাশি, ভারত এগিয়েছে প্রযুক্তিগত দিকেও। শুধু তাই নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে নিত্য-নতুন প্রযুক্তিকে অবলম্বন করে বিশ্বমাঝে নিজের স্থানকে উজ্জ্বল করেছে আমাদের দেশ।

এমতাবস্থায়, আজ আমরা আপনাদের কাছে এক ঐতিহাসিক প্রসঙ্গের বিবরণ তুলে ধরব। যেটি কার্যত যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল। মূলত, বর্তমান সময়ে আমরা যে কলগুলি করি তাতে প্রতি মিনিটের ভিত্তিতে বা নির্দিষ্ট প্যাকেজের ভিত্তিতে টাকা খরচ হয়। কিন্তু আপনি কি জানেন ভারতে প্রথম মোবাইল কল কবে করা হয়েছিল? বা তাতে খরচই বা কত হয়েছিল? আপনি যদি তা না জেনে থাকেন সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদন মারফত জেনে নিন সেই চমকপ্রদ তথ্য।

এই বছর সম্পন্ন হয় ভারতের প্রথম মোবাইল কল: জানিয়ে রাখি যে, ভারতের প্রথম মোবাইল কলটি করা হয়েছিল ১৯৯৫ সালের ৩১ জুলাই। এই কলটি সম্পন্ন হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরামের মধ্যে। শুধু তাই নয়, এই কলের মাধ্যমেই ভারতে মোবাইল ফোনের ব্যবহারও শুরু হয়। যা নিঃসন্দেহে ভারতবাসীর কাছে এক গর্বের বিষয় ছিল।

এক মিনিট কল করার খরচ কত ছিল: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, ভারতের প্রথম মোবাইল কলটি করা হয় ১৯৯৫ সালে। এমতাবস্থায়, এই কলের খরচ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এমনিতেই বৰ্তমান সময়ে ফোন করার জন্য আমরা আনলিমিটেড প্যাক ছাড়াও বিভিন্ন টপ আপ ব্যবহার করি। আনলিমিটেড কলিংয়ের ক্ষেত্রে একবার খরচ করলেই নির্দিষ্ট সময় পর্যন্ত অফুরন্ত কল করা হয়।

Bt3u CjCQAAT8lB

অপরদিকে, টপ আপের ক্ষেত্রে আপনাকে প্রতি মিনিটের ভিত্তিতে চার্জ করা হয়। কিন্তু ভারতে প্রথম কলের ক্ষেত্রে ১ মিনিটের জন্য খরচ হয়েছিল প্রায় ৮.৪ টাকা। সেই সময় অনুসারে, এটি একটি বিশাল পরিমান খরচ ছিল। পাশাপাশি, সকলে এই পরিমান খরচ সামলাতে পারতেন না। এমন পরিস্থিতিতে বেশির ভাগ মানুষ ল্যান্ডলাইনের ওপর নির্ভর করতেন। যদিও, সময়ের সাথে সাথে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পাশাপাশি, খরচের পরিমানও কমানো গেছে। জানিয়ে রাখি, দেশের প্রথম মোবাইল কলটি Nokia ফোন থেকে করা হয়েছিল।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর