গান্ধী-সাভারকর বসলেন এক আসনে! লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন প্রধানমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি তথা ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোৎসব। ‘হর ঘর তেরঙ্গা’-য় (Har Ghar Tiranga) সেজে উঠেছে আসমুদ্রহিমাচল ভারত। এদিন রাজঘাটে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। লালকেল্লায় (Red Fort) প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়। সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশীয় কামান থেকে তোপধ্বনি করা হয় ২১ বার। এরপর লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বক্তৃতা দেন নরেন্দ্র মোদি।

দেখে নেওয়া যাক আজ কী কী বললেন প্রধানমন্ত্রী:

১) বিশ্বের প্রতিটি কোণে প্রতিটি ক্ষেত্রে সগৌরবে উড়ছে তেরঙ্গা।

২) নতুন সংকল্প, নব উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে এবার।

৩) স্বাধীনতার লড়াইয়ের ঝড়েছে রক্ত। ১৯০ বছরের কঠিন সংঘর্ষের মধ্যে দিয়ে এসেছে স্বাধীনতা।

৪) যে সমস্ত বীর স্বাধীনতার লড়াইয়ে আত্মবলিদান দিয়েছেন, আজ তাঁদের স্বপ্ন পূরণের সময় এসে গিয়েছে।

৫) মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বীর সাভারকর, প্রত্যেকের কাছে আমরা চির কৃতজ্ঞ।

৬) নেহরু থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ সম্মান জানানোর দিন।

৭) বীরসা মুণ্ডা, সিধো কানহুর আন্দোলনকে ভারতবাসী চিরকাল মনে রাখবে।

৮) ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক রূপ আছে। নারায়ণ গুরু, স্বামী বিবেকানন্দ, মহর্ষি অরবিন্দ এবং কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ সমৃদ্ধ করেছেন সংগ্রামের আধ্যাত্মিক রূপকে।

৯) গত একবছর ধরে আজাদির অমৃত মহোৎসব পালন করা হচ্ছে।

১০) বিগত ৭৫ বছরের যাত্রায় রয়েছে অনেক ওঠা নামা।

১১) এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে।

১২) বিবিধের মাঝে ঐক্যই ভারতের মূল চালিকা শক্তি।

১৩) ভারত গণতন্ত্রের জননী। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত।

১৪) ভারত প্রমাণ করে দিয়েছে যে আমাদের কাছে এই অমূল্য ক্ষমতা আছে

১৫) ভারতীয়দের পুনর্চেতনা, পুনর্জাগরণের সময় এসেছে।

১৬) স্বাধীনতার এত বছর পর গোটা বিশ্ব ভারতকে অন্য চোখে দেখে।

১৭) ভারতের রাজনৈতিক স্থিরতার কতটা শক্তি আজ তা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরা।

১৮) দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেশকে স্থায়ী উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছে।

১৯) আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

২০) আগামী ২৫ বছরের মধ্যে ৫টি পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতেই হবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর