শেষ জেরা! হাসিমুখে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এলেন অভিষেকের স্ত্রী রুজিরা

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে মিলল মুক্তি। সেই দুপুর সাড়ে ১২টায় পৌঁছেছিলেন সিজিও কমপ্লেক্সে। বিকেল সওয়া চারটে নাগাদ ইডি (Enforcement Directorate) দফতর থেকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে গেলেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। প্রায় পৌনে চার ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। ফের তাঁকে কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে ডাকা হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিন যখন রুজিরা সিজিওতে পৌঁছন তখন গাড়ির কাচ তোলা ছিল। বেরনোর সময়ে উইন্ডো গ্লাস নামিয়েই বেরোন তিনি। সাংবাদিকদের দেখে হাত জোড় করে নমস্কার করেন। কিন্তু একটি শব্দও খরচ করেননি তিনি। গাড়িতে উপস্থিত ছিলেন তাঁর আইনজীবীও।

এদিন রুজিরার জিজ্ঞাসাবাদ নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা একান্তইআমার বাড়ির ব্যাপার। এ নিয়ে আমি কিছু বলব না। রুজিরা স্বাধীন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, ভাল মেয়ে, শান্ত মেয়ে। ও নিজেরটা নিজেই বলবে।’

rujira 2

ইতিমধ্যেই এই তলব নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। তৃণমূলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারকে আটকাতেই তাঁর স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। পাল্টা বিজেপির বক্তব্য, কী উদ্দেশে দুবাই যাচ্ছিলেন রুজিরা? পালানোর চেষ্টা করছিলেন না তো? যদিও যাঁকে ঘিরে এই বিতর্ক, তিনি একটি কথাও বলেননি। শুধু মুখে লেগে ছিল স্মিত হাসি।

এদিকে, ১ মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) সম্ভাবনা। ৮ জুলাই পঞ্চায়েত ভোট করা যায় কিনা, আলোচনা শুরু, বলছে সূত্র । রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার। রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে গতকালই দায়িত্ব নিয়েছেন রাজীব সিনহা (Rajib Sinha)।

একাধিক নয়, এক দফাতেই রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট, আরও খবর সূত্রে।  খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন, শোনা যাচ্ছে আরও।


Sudipto

সম্পর্কিত খবর