‘লৌহ কপাট’ বিতর্কের জের! নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন রহমান, জানালেন খোদ গায়ক

বাংলা হান্ট ডেস্ক : গত বছর ‘এ আর রহমানের’ (A. R. Rahman) বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। তিনি নজরুলের (Kazi Najrul Islam) লেখা গান ‘করার ওই লৌহ কপাট’ (Karar Oi Lauha Kapat) গানটি তিনি নতুন সুর দিয়ে ব্যবহার করে ছিলেন ‘পিপ্পা’ (Pippa) ছবিতে। আর তাতেই রীতিমতো চটে গিয়েছিল বাংলার মানুষ। সেই সময় রহমানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বাংলার শিল্পীরাও। এটুকুই না কাজী নজরুল ইসলামের পরিবারের তরফ থেকেও করা হয়েছিল সমালোচনা। তাঁর উপর একাধিক প্রশ্নও তোলা হয়েছিল। কিন্তু এত সমালোচনা এবং প্রশ্নর পরও তিনি মুখ খুলেননি কোথাও।

নতুন বছরেও কিন্তু এ বিষয় নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। কিন্তু কিছুদিন আগে ‘দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি’র (The Oxford Union Debating Society) অনুষ্ঠানে তিনি সেখানকার ছাত্রছাত্রীদের (Student) সঙ্গে কথা বলেছিলেন। তিনি সেই ছাত্রছাত্রীদের সাথে নানান বিষয় নিয়ে আলোচনা করে ছিলেন। সেই আলোচনার মধ্যেই তিনি তাঁর মায়ের শেখানো কিছু জিনিস নিয়েও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর মা তাঁকে শিখিয়েছিলো, কীভাবে অন্ধকার সময়ে নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসা যায়।

ছোটদের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন, ‘ছোট বয়সে অনেক সময় অনেক বাজে খেয়াল আসতো। মনে হত নিজেকে শেষ করে ফেলবো। সেই সব ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে’। সেই সময় মা আমাকে বলেছিলেন, ‘যখন আমি অন্যের জন্য বাঁচবো তখন আমার মাথায় এরকম ভাবনা আসবে না’। তিনি তাঁর মায়ের কথাগুলি আজও ভুলেননি। তিনি তাঁর মায়ের দেওয়া পরামর্শ এখনও মেনে চলেন।

rahman

আসলে রহমানের মতে, জীবন সেটাকেই বলে যখন মানুষ স্বার্থপর না হয়ে অন্যের জন্য বাঁচেন। অর্থাৎ নিজের জন্য না ভেবে আমাদের চারপাশে থাকা মানুষগুলির কথা মানলে হয়তো এরকম নেতিবাচক চিন্তা ভাবনা (Negative Thoughts) কখনই মনকে প্রভাবিত করবে না। আশা করি তিনি সেই সমালোচনা থেকে বেরিয়ে এসেছেন। এবং সাধারণ জীবনযাপন কাটাচ্ছেন।

সম্পর্কিত খবর