করনের পার্টি থেকেই লাগামহীন ভাবে ছড়িয়েছে করোনা! করিনা-অমৃতার পর রিপোর্ট পজিটিভ আরো দুজনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোমবারই খবর মিলেছিল, করোনা আক্রান্ত হয়েছেন করিনা কাপুর খান (kareena kapoor to)। আক্রান্ত তাঁর ঘনিষ্ঠ বান্ধবী তথা গার্লস গ‍্যাংয়ের সদস‍্য অমৃতা অরোরাও। বলিউডের দুই ডিভার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সরকারের করোনা বিধি ভেঙে উদ্দাম পার্টি করেছেন দুজন।

তবে ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে তা এখনো বোঝা যায়নি। সন্দেহ আগেই হয়েছিল, করিনা অমৃতা কিছুদিন আগেই আরো অনেকের সঙ্গে পার্টিতে মেতেছিলেন। সংক্রমণ আরো ছড়ানোর আশঙ্কা ছিল। আর কার্যক্ষেত্রে হলও তাই। ভাইরাসে আক্রান্ত হয়েছেন করিনা অমৃতার আরো দুই বান্ধবী মাহিপ কাপুর এবং সীমা খান।


উল্লেখ‍্য, মাহিপ হলেন সঞ্জয় কাপুরের স্ত্রী অর্থাৎ শানায়া কাপুরের মা। পেশায় তিনি জুয়েলারি ডিজাইনার। অপরদিকে সীমা খান হলেন সলমনের ভাই সোহেল খানের স্ত্রী। এরা দুজনেই গার্লস গ‍্যাংয়ের সদস‍্যা। খবরের সত‍্যতা স্বীকার করে সঞ্জয় কাপুর জানিয়েছেন, মাহিপ করোনা আক্রান্ত। মৃদু উপসর্গও রয়েছে তাঁর। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে গত ৮ ডিসেম্বর করন জোহরের (karan johar) একটি পার্টিতে যোগ দিয়েছিলেন করিনা, অমৃতা, সীমা, মাহিপরা। সীমাই প্রথম করোনা আক্রান্ত হন বলে খবর। তারপর একে একে সংক্রমণ ছড়ায় অন‍্যদের মধ‍্যে। উল্লেখ‍্য, করনের ওই পার্টিতে আলিয়া ভাট, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। এরা তিনজনেই আগে একবার করোনা আক্রান্ত হয়েছিলেন।

গত কয়েকদিনে যারা যারাই করিনা ও অমৃতার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। প্রথমে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে নিজেই সোশ‍্যাল মিডিয়ায় নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর স্বীকার করেন করিনা।

তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের সদস‍্য ও বাড়ির কর্মচারীরা সকলেরই করোনা টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। আপাতত তাদের কোনো উপসর্গ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছেন বেবো। বিএমসির তরফে জানানো হয়েছে, করিনার বাড়ি ইতিমধ‍্যেই সিল করে দেওয়া হয়েছে। গত কদিনে তাঁর সংস্পর্শে যারা যারাই এসেছেন সবার খোঁজ চলছে।

X