বাংলা হান্ট ডেস্কঃ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাশ্মীরকে (Kashmir Terror Attack) ‘ভূস্বর্গ’ বলা হয়। বিগত কয়েক বছরে সেখানে পর্যটকদের সংখ্যাও ব্যাপক বেড়েছিল বলে খবর। এর মধ্যেই ফের জঙ্গি হামলা (Terrorist Attack)। মঙ্গলবার পহেলগাঁওয়ে তাণ্ডব চালায় জঙ্গিরা। ২৬ জন পর্যটকের রক্তে ভিজেছে কাশ্মীর (Kashmir)। এরপরেই সেখানে যাওয়ার প্ল্যান বাতিলের হিড়িক পড়েছে। একের পর এক টিকিট বাতিল করছেন পর্যটকরা।
জঙ্গি হামলার পরেই কাশ্মীর থেকে ‘মুখ’ ফেরাচ্ছেন ট্যুরিস্টরা!- (Kashmir Terror Attack)
জানা যাচ্ছে, জঙ্গি হামলার পর হাওড়ার অধিকাংশ পর্যটক কাশ্মীর যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। তাঁদের বক্তব্য, এই ঘটনায় আতঙ্কিত। সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। ‘ভূস্বর্গে’ বেড়াতে যাওয়া নিরীহ পর্যটকদের পরিণতি দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বহু মানুষ।
প্রত্যেক বছর গ্রীষ্মকালে কাশ্মীরের টিউলিপ বাগান দেখতে ভিড় করেন ট্যুরিস্টরা (Tourist)। এই বছরও অনেকে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে জঙ্গি হানার জেরে ভেস্তে গিয়েছে সেই প্ল্যান! আতঙ্কের জেরে সেখানে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন বহু মানুষ।
জানা যাচ্ছে, মে-জুন মাসে কাশ্মীর যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন অনেকে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই প্ল্যান ক্যানসেল করছেন তাঁরা। ট্র্যাভেল এজেন্সির অফিস এসে অনেকে কাশ্মীরের বদলে শিমলা, কুলু অথবা মানালির ভ্রমণের জন্য বুক করে যাচ্ছেন। সালকিয়ার ব্যবসায়ী অজয় দে যেমন আগামী ২৬ মে তাঁর পরিবার ও বন্ধুর পরিবার মিলে ‘ভূস্বর্গে’ যাবেন বলে ঠিক করেছিলেন। তবে জঙ্গি হানা হতেই সেই বন্দোবস্ত বাতিল করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের সেখানে যাওয়ার কথা ভাববেন বলে জানিয়েছেন তিনি।
অভিজিৎ মণ্ডল নামের এক ট্র্যাভেল এজেন্সির কর্ণধার আবার বলেন, এবার কাশ্মীরে রেকর্ড ভিড় হচ্ছ। অনেক পর্যটক সেখানে যেতে চাইছেন। তবে মঙ্গলবার জঙ্গি হানার পর অনেকে সেখানে আটকে পড়েছেন। যে কোনও উপায়ে ‘ভূস্বর্গ’ থেকে ফিরতে চাইছেন তাঁরা। অভিজিৎ জানান, কাশ্মীরের জন্য নতুন বুকিং হওয়া তো দূর, যারা বুক করেছিলেন তাঁরাও বাতিল করে দিচ্ছেন।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Kashmir Terror Attack) ঘটনা গোটা দেশকে কার্যত নাড়িয়ে দিয়েছে। নিরীহ পর্যটকদের যেভাবে খুন করা হয়েছে, তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন বহু মানুষ। সেই কারণে এই পরিস্থিতিতে আর কেউ কাশ্মীর-মুখো হতে চাইছেন না। আগে থেকে টিকিট কাটা থাকলেও বাতিল করে দিচ্ছেন পর্যটকরা।