‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের নায়িকার মুকুটে নতুন পালক! এবার বড় সুযোগ জাতীয় স্তরে

বাংলা হান্ট ডেস্ক: বাংলার গন্ডি ছাড়িয়ে ইদানিং জাতীয় স্তরেও দাপিয়ে  অভিনয় করে চলেছেন বাঙালি অভিনেত্রীরা। এবার এই তালিকায় যোগ হতে চলেছে বাংলা সিরিয়ালের আরও একজন জনপ্রিয় টেলি অভিনেত্রী নাম।  এতদিন তাঁকে দর্শক দেখতেন জি বাংলার (Zee Bangla) সুপারহিট মেগা সিরিয়াল ‘জগদ্ধাত্রী’তে (Jagadhatri)। কিছুদিন আগেই এই সিরিয়ালকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। আর জগদ্ধাত্রী (Jagadhatri) ছাড়ার পর এবার তিনি সোজা পাড়ি দিচ্ছেন হিন্দি সিরিয়ালে (Hindi Serial)।

জগদ্ধাত্রী (Jagadhatri) ছেড়ে হিন্দি সিরিয়ালে এই জনপ্রিয় অভিনেত্রী

জগদ্ধাত্রী সিরিয়ালের এই অভিনেত্রী এই সুখবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  এখানে কথা হচ্ছে পর্দার জগদ্ধাত্রীর  ননদ গরিমা (Garima) সম্পর্কে। পর্দায় এতদিন এই চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsha Chatterjee)। এবার তিনি সোজা এন্ট্রি নিতে চলেছেন দেশের প্রথমসারির বিনোদন মূলক চ্যানেল স্টার প্লাসের পর্দায়।

   

আজ থেকেই এই চ্যানেলে শুরু হয়েছে ‘অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি। এই সিরিয়ালটি আসলে স্টার জলসার বাংলা সিরিয়াল গীতা এলএলবি রিমেক। এই নতুন মেগায় সানিয়া সিং রাজপুত-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের গরিমা। ইতিমধ্যেই এই আসন্ন মেগা সিরিয়ালটির জন্য লুক সেট হয়ে গিয়েছে রূপসার।

আরও পড়ুন: একসাথে কাটিয়েছেন ২৭ বসন্ত! বিচ্ছেদের মরশুমে চর্চায় অপরাজিতা আঢ্যর দাম্পত্য জীবন

আজই সেই ঝলক সোশ্যাল মিডিয়ার শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। জাতীয় স্তরে নিজের প্রথম কাজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত খোদ নায়িকা। সেকথা জানিয়েই সোশ্যাল মিডিয়ায় ‘সানিয়া সিং রাজপুত’-এর লুকে নিজের এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেইসাথে এদিন ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অপেক্ষার অবসান। আমার প্রথম জাতীয় স্তরের কাজ’।

এর পরেই অভিনেত্রী জানিয়েছেন এই অ্যাডভোকেট অঞ্জলি অবস্তি সিরিয়ালটি আজ থেকেই স্টার প্লাসে রাত  ৮ঃ৪৫ থেকে সম্প্রচারিত হবে। এমন একটি প্রজেক্টে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য অভিনেত্রী এদিন ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক নিয়ে স্নেহাশীষ চক্রবর্তীকে। আর সবশেষে দর্শকদের সকলের কাছ থেকে আশীর্বাদ-ও  চেয়ে নিয়েছেন অভিনেত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর