ম্যাচ হেরে এই দুই বিদেশী ক্রিকেটারের উপর হারের সমস্ত দায় চাপালেন দীনেশ কার্তিক

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল (IPL) এর পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং কলকাতা নাইট রাইডার্স (Kolkata Night Raiders) । এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কে 49 রানে হারিয়ে এবার আইপিএলে প্রথম জয় তুলে নিলে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে টসে জিতে মুম্বাই কে প্রথমে ব্যাট করতে পাঠায় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। প্রথমে ব্যাট করে কলকাতায় সামনে 196 রানের টার্গেট সেট মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 146 রানেই শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস।

ম্যাচ হারের পর অত্যন্ত নিরাশ দেখায় কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকে। তিনি জানিয়েছেন, এই ম্যাচে আমাদের আরও ভালো করা উচিত ছিল। আমাদের ব্যাটিং এবং বোলিং দুটি ক্ষেত্রেই আরও উন্নতি করতে হবে। তবে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন যারা এই ম্যাচে আরও ভালো কিছু করতে পারতেন কিন্তু তাদের কাছে সেই আশানুরূপ পারফরম্যান্স পেলাম না অর্থাৎ দীনেশ কার্তিক যে ইয়ন মর্গ্যান এবং প্যাট কমিন্সের দিকেই আঙ্গুল তুললেন সেটা বলাই বাহুল্য।

2020 09 11 4 1

এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স যে আশা নিয়ে ইয়ন মর্গ্যান এবং প্যাট কমিন্সকে দলে নিয়েছিল, প্রথম ম্যাচে তার কোন প্রকার ঝলকই দেখতে পাওয়া গেল না। একথা মেনে নিচ্ছেন স্বয়ং কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও। এই প্রসঙ্গে কার্তিক জানিয়েছেন, “মর্গ্যান এবং প্যাট কামিন্স সবেমাত্র কোয়ারিন্টিন পর্ব কাটিয়ে মাঠে ফিরেছেন। আর তাই প্রথম ম্যাচে আমিরশাহির এই ভয়াবহ গরমের সঙ্গে তাদের মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছে। আশা করবো, পরের ম্যাচ থেকেই তারা নিজেদের পুরনো ছন্দ ফিরে পাবে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর