বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) অভিনীত ছবি ‘ওহ লাভলি’ (Oh Lovely)। তারপর থেকেই লাগাতার চর্চায় রয়েছেন এই কালারফুল বয়। নিজেকে ভেঙেচুরে নেতা থেকে অভিনেতা হয়েছেন তিনি। পরিচালক হরনাথ চক্রবর্তী যতটুকু দায়িত্ব দিয়েছিলেন, তা যথাযত পালন করেছেন তিনি। এবার আরও এক তৃণমূল নেতা পৌঁছে গেলেন রূপোলি পর্দার মঞ্চে।
এর আগে মদন মিত্র তার নেতাসুলভ চটক না দেখিয়েই চমকে দিয়েছিলেন ভক্তদের। আর এবার রাজ্যসভার সদস্য শান্তনু সেনের (Santanu Sen) পালা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজেই জানালেন সেই সুখবর। শুধু জানালেনই না, একপ্রকার চমকেই দিলেন ভক্তদের। জানালেন তার ছবি নাকি ইতিমধ্যেই তৈরিও হয়ে গিয়েছে।
এইদিন লাইভে এসে শান্তনু সেন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘কন্যাশ্রী’। যা নেদারল্যান্ডের হেক শহরে বিশ্ববন্দিত হয়েছিল। সেই কন্যাশ্রী প্রকল্পের অনুকরণ করে কেপি মুভিজ প্রযোজিত ও উজ্জ্বল মিত্র পরিচালিত একটি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র সুকন্যা। যার শুটিং গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল, আজ মহা তৃতীয়ার দিন তা শেষ হল।’
আরও পড়ুন : ‘সিনেমা করে কত পেলে?’ পুজো উদ্বোধন করতে গিয়ে মদনকে প্রশ্ন মমতার, কী বললেন বিধায়ক?
এইদিন শান্তনু সেনের পরনে ছিল খাকি উর্দি। বুকের ডানদিকে জ্বলজ্বল করছে তার চরিত্রের নাম। সেখানে লেখা রয়েছে ‘প্রলয় রুদ্র’। এটা থেকে একটা কথা পরিস্কার যে, ছবিতে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। যদিও ছবির অন্যান্য চরিত্রে কারা কারা অভিনয় করছে সেই খবর এখনও পাওয়া যায়নি। তবে, ছবির চিত্রনাট্য সম্পর্কে খানিক আন্দাজ পাওয়া গেছে।
আরও পড়ুন : গিনির নগ্ন ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করছে রূপ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকাদার পর্ব
সূত্রের খবর, ছবিটি মূলত এক গরিব দুঃখী মেয়েকে নিয়ে। যে মেয়ে হওয়ার কারণে জন্মের সময়ই ত্যাজ্য হয়ে যায়। তার পরিবার তাকে এবং তার মাকে ত্যাগ করে। পরবর্তী সময়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্পের সহযোগিতায় সেই কন্যা সন্তান একজন আইপিএস অফিসার হয়ে ওঠে। জীবনযুদ্ধে তার লড়াই এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা কী, তা নিয়েই এই গল্প। ছবির মুক্তির তারিখ এখনও জানা না গেলেও, শান্তনু সেনের দাবি অনুযায়ী তা খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে চলে আসবে।