‘টোটালটাই BJP-র লোক’! মমতার বার্তার পরেই মুখ খুলল কমিশন! ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। শুরু হয়ে যাবে বাংলার মসনদ দখলের লড়াই। তার আগে বর্তমানে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য। সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কমিশনে টোটালটাই বিজেপির লোক’। এবার এই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিল কমিশন (Election Commission)।

মমতার অভিযোগের পর কী প্রতিক্রিয়া কমিশনের (Election Commission)?

শুক্রবার রাতে CEO পশ্চিমবঙ্গের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করা হয়। ভোটার তালিকা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়ায় কে কোন দায়িত্ব পালন করেন, সেটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় সেখানে। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ERO, BLRO, DEO, CEO-রা ইলেক্টোরাল রোলের ওপর কাজ করেন। এদের সঙ্গে বুথ লেভেল এজেন্ট সক্রিয়ভাবে যুক্ত থাকেন।


এদিকে এই বুথ লেভেল এজেন্টদের নিয়োগ করে থাকে প্রত্যেকটি রাজনৈতিক দল। দ্রুত যে কোনও অভিযোগ বিএলআরও, ইআরও-দের কাছে করার কথা বলেছে কমিশন (Election Commission)। তাদের যুক্তি, কার্ড দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে বিএলআরও-রাও থাকেন। তাহলে সেক্ষেত্রে ভুয়ো ভোটারের ক্ষেত্রে কীভাবে তাঁদের নজর এড়িয়ে যাচ্ছে? এবার ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্যকে কার্যত ঘুরিয়ে বার্তা দিল কমিশন।

আরও পড়ুনঃ ‘আত্মঘাতী হলে চাকরি দেবেন?’ নিয়োগ নিয়ে জটিলতায় ক্ষুব্ধ! কড়া প্রশ্ন কলকাতা হাইকোর্টের

উল্লেখ্য, আগামী বছর বিধানসভা ভোটের আগে রাজ্যে ভুয়ো ভোটার প্রবেশের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের (Trinamool Congress) সভা থেকে মমতা বলেন, ‘বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি’। এরপর সরাসরি কমিশনের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘কমিশনে টোটালটাই বিজেপির লোক’।

Mamata Banerjee Government of West Bengal

মমতার এহেন মন্তব্যের পরেই নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী কমিশনারকে চিঠি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, বাংলা দখল করার জন্য হরিয়ানা, বিহার, পাঞ্জাব, রাজস্থানের বাসিন্দাদের নাম ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। কীভাবে এই কাজ হচ্ছে, সেটার উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি।

ভুয়ো ভোটার খুঁজতে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৎপর তৃণমূল। ইতিমধ্যেই এই নিয়ে কমিটি বানিয়ে দিয়েছেন সুপ্রিমো মমতা। এবার এই ইস্যুতে ঘুরিয়ে বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার লিস্ট বানানোর সমগ্র প্রক্রিয়ায় কে কোন দায়িত্বে থাকেন, সেটা বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর