আগামী ১০ বছর দল চালাব! মমতার ঘোষণার পরই অভিষেক লিখলেন, ‘প্রশাসন মানে শুধু কথা নয়’

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে প্রকট হয়ে উঠছে গোষ্ঠী কোন্দলের ছবি। এই পরিস্থিতিতে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের দলের বিধায়কদের মনে করিয়ে দিলেন তিনিই দলের চেয়ারপার্সন। সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন আগামী দশ বছর পর্যন্ত তিনি দল চালাবেন। তাই তাঁর কথাই শুনতে হবে সবাইকে। বুধবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।

মমতার (Mamata Banerjee) ‘দল চালানো’র হুঁশিয়ারির পর মুখ খুললেন অভিষেক

সুযোগ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করা শুরু করেছেন বিরোধীরাও। এসবের মধ্যেই বঙ্গ রাজনীতিতে উত্তাপের আঁচ বাড়িয়েছে তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্য। দলের অন্দরে নবীন-প্রবীণদের নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে, এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ডায়মন্ড হারবারের সাংসদ সরাসরি বার্তা দিলেন ‘কথা কম, কাজ বেশি’র।

বিগত কয়েকদিন ধরেই কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিরি অখিল এবং র বিধায়ক উত্তম বারিকের মধ্যে অশান্তি একেবারে খোলা বাজারে নেমে এসেছে। বুধবার সকালেই দলের সদস্য অখিলকে ‘চোর চোর’ বলে তাড়া করেছিলেন উত্তম বারিকের অনুগামীরা।  পাল্টা উত্তমের অনুগামীদের উদ্দেশ্যে ‘বোম মারা’র হুঁশিয়ারি দিয়েছিলেন অখিল। এই সরগরম পরিস্থিতিতে বুধবার দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক চলাকালীন সুব্রত বক্সীর  ফোন থেকে অখিল গিরি এবং উত্তম বারিক সহ পূর্ব মেদিনীপুরের নেতাদের সঙ্গে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: সাত সকালে ED-র চিরুনি তল্লাশি! ৬০০০ কোটি টাকার জালিয়াতি মামলায় হানা বেহালা-হাওড়ায়

সূত্রের খবর, সেই সময় ফোনে মমতা (Mamata Banerjee) বলেন, ‘আমি দলের চেয়ারপার্সন। আগামী ১০ বছর আমি দল চালাবো। দল যে প্যানেল ঠিক করে দেবে সবাইকে সেটাই মেনে চলতে হবে।’ একইসাথে দলের নেতাদের তিনি বার্তা দেন সমবায় নির্বাচন নিয়ে তাঁরা যেন সংযত থাকেন। তবে দলের রাশ নিজের হাতে রাখতে, তিনিই যে দলের চেয়ারপার্সন এই নিয়ে বিগত কয়েক দিনে বেশ কয়েকবার মনে করাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সুযোগ মিলতেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ বিজেপি। বিদ্রুপের সুরে তাঁদের মন্তব্য, মমতা আগে দলের হয়ে তোলাবাজির ক্ষমতা তুলে দিয়েছিলেন ভাইপোর হাতে। এখন তার ক্ষমতা চাই। সেই বিবাদের কারণেই মমতাকে এসব বলতে হচ্ছে। .এসবের মধ্যেই তৃণমূলের অন্দরে  ক্রমশ প্রকট হয়ে উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বনাম কুনাল ঘোষের (Kunal Ghosh) বিবাদ।

trinamool congress

সম্প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চালানোর ঘোষণার পর,একসময় অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন, ‘২০০ পাতার বই ১৫১ পাতা থেকে পড়া শুরু করলে তা জানা বোঝার ক্ষেত্রেও অসম্পূর্ণতা থেকে যায়।’ এসবের মধ্যেই নীরবতা ভাঙলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিন ধরেই শিরোনামে উঠে এসেছে অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প।

সেবাশ্রয়ের সাফল্যের প্রসঙ্গ টেনে এনেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিষেক লিখেছেন, ‘প্রশাসন মানে শুধু কথার কথা নয় প্রশাসন মানে জীবনে বদলানো। তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। এদিন অভিষেক লিখেছেন, ‘সেবাশ্রয় শুধুমাত্র সংখ্যার বিষয় নয়। আসলে এই পরিসংখ্যানের পিছনে থাকা মুখগুলির বিষয় সেবাশ্রয়। সময়মতো যে শিশুটি চিকিৎসা পেয়েছে, যেসমস্ত বৃদ্ধরা স্বস্তি খুঁজে পেয়েছেন এবং যে পরিবারগুলি আর পরিত্যক্ত বোধ করছেন না। একসাথে, আমরা প্রমাণ করছি যে প্রশাসন কথায় নয় বরং কাজের মাধ্যমে জীবনকে রূপান্তরিত করে।’ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টের শেষ কটা লাইন বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর