নিরাপত্তায় ত্রুটি ছিল! মেনে নেওয়া হল সর্বদলীয় বৈঠকে, কারণও জানাল কেন্দ্র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পহেলগাঁও-কাণ্ড (Pahalgam Terror Attack) নিয়ে ‘অ্যাকশনে’ কেন্দ্র (Central Government)। একের পর এক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেই বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানেই সুরক্ষায় ফাঁকফোকরের কথা স্বীকার করে নেয় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই কেন এই গাফিলতি ঘটেছিল সেটাও জানানো হয়।

পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack) সুরক্ষায় গাফিলতি কেন ঘটেছিল?

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে আয়োজিত এই সবদলের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে, লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমরা এই বৈঠক ডেকেছি কারণ আমরা হামলা ঠেকাতে পারিনি’।

কেন্দ্রের তরফ থেকে এই বৈঠকে জানানো হয়, প্রত্যেক বছর জুনে অমরনাথ যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই পর্যটকদের জন্য এই রুট খুলে দেওয়া হয়। তবে এবার প্রশাসনকে না জানিয়েই স্থানীয় পর্যটন সংস্থাগুলির তরফ থেকে ২০ এপ্রিল থেকেই পর্যটক বুকিং নেওয়া শুরু হয়ে যায়। এর ফলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সুযোগ পায়নি প্রশাসন। এর জেরেই জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) সুযোগ তৈরি হয় বলে জানায় সরকার।

আরও পড়ুনঃ ‘জয় অবশ্যম্ভাবী’! মঙ্গলে ‘সুখবর’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা? DA মামলা নিয়ে বড় আপডেট

এই বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল (Rahul Gandhi) প্রশ্ন করেন, ‘সেই সময় ওই অঞ্চলে একটিও নিরাপত্তা বাহিনীর সদস্য কেন ছিল না?’ আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের কথায়, ‘কীভাবে এত বড় গাফিলতি ঘটল, সেটাই প্রশ্ন। সরকার জানাচ্ছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা রুট খুলে দিয়েছিল, অথচ প্রশাসনের কাছে খবরই ছিল না!’

তৃণমূল সাংসদ সুদীপ (Sudip Bandyopadhyay) আবার বলেন, ‘এই লড়াইয়ে গোটা দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন সব রাজনৈতিক দলের প্রধানদের নিয়ে তাড়াতাড়ি একটি আলাদা বৈঠক ডাকেন’। সেই সঙ্গেই সুদীপের প্রশ্ন, ‘এই ঘটনাকে কেন সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখাতে চাইছে বিজেপি?’ এদিন বিরোধীদের তরফ থেকে বিজেপিকে ‘হিন্দু মুসলিম ইস্যু’ বানানো থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয় বলে খবর।

Pahalgam terror attack all party meeting

গতকাল আয়োজিত এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না পিএম মোদী (Narendra Modi)। সেই নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সঞ্জয় সিংয়ের কথায়, ‘এদিন বিহারে একটি নির্বাচনী জনসভা করছিলেন প্রধানমন্ত্রী। সেটাই কি বেশি গুরুত্বপূর্ণ?’ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে আবার বলেন, ‘এই বৈঠকে প্রধানমন্ত্রীর থাকা উচিত ছিল। উনি শেষ সিদ্ধান্ত নেন। সেই কারণে অন্যদের মাধ্যমে জানার পরিবর্তে ওনার নিজে শুনে বোঝা উচিত ছিল’।

বৃহস্পতিবারের সবদলের বৈঠকে ১৫ মিনিটের একটি উপস্থাপনা দেন আন্তর্জাতিক গোয়েন্দা ব্যুরোর ডিরেক্টর। সব বিরোধী দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, সন্ত্রাসবাদের (Pahalgam Terror Attack) বিরুদ্ধে এই লড়াইয়ে কেন্দ্রকে সম্পূর্ণ সমর্থন করা হবে। এই ইস্যুতে মোদী সরকার এবার কী কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X