বাংলা হান্ট ডেস্ক: এবার বেকার যুবক-যুবতীদের জন্য সামনে এল এক বড় সুখবর। ইতিমধ্যেই ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) ঘোষণা করেছেন যে, ওই রাজ্যের বেকার যুবক-যুবতীদের ২,৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। টুইটারে তিনি এই ঘোষণা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ১ এপ্রিল থেকে ছত্তিশগড়ের শিক্ষিত যুবক-যুবতীদের প্রতি মাসে ২,৫০০ টাকা বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, রেজিস্ট্রেশনের সুবিধার জন্য, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপ্রিল মাসের যেকোনো দিনে করা আবেদনের ক্ষেত্রেই ১ এপ্রিল থেকে ভাতা প্রদান করা হবে। এছাড়াও, তিনি আরও জানান, “এই ভাতা আমাদের যুব সমাজের স্বনির্ভরতার পথে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।”
স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়া হবে: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুসারে, ছত্তিশগড় সরকার যুবক-যুবতীদের বেকার ভাতা দেওয়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেবে এবং তাঁদের কর্মসংস্থানে সাহায্য করবে।
কিভাবে মিলবে ভাতা: জানা গিয়েছে, এই ভাতা পেতে আবেদনকারীকে অবশ্যই ছত্তিশগড়ের বাসিন্দা হতে হবে। এছাড়াও, ১ এপ্রিল পর্যন্ত তাঁর বয়স ১৮ বছরের বেশি এবং ৩৫ বছরের কম হতে হবে। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাঁকে অবশ্যই দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এদিকে, এই বেকার ভাতার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট https://berojgaribhatta.cg.nic.in/-এ দেওয়া তথ্য অনুযায়ী, আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই ছত্তিশগড়ের স্ব-কর্মসংস্থান নির্দেশিকা কেন্দ্রে যুক্ত থাকতে হবে। এর পাশাপাশি তাঁর কমপক্ষে গত দু’বছরের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে। এই সব শর্তের পাশাপাশি আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ও ২.৫ লক্ষের কম হতে হবে।
আবেদন প্রক্রিয়া: এই ভাতা পেতে হলে এমপ্লয়মেন্ট অফিসে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য, মোবাইল নম্বর এবং রেশন কার্ড/আধার কার্ড সহ ডিবিটি-র জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
প্রয়োজনীয় নথি: বেকার ভাতা পাওয়ার জন্য এমপ্লয়মেন্ট অফিসে রেজিস্ট্রেশন কার্ড, দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট/শংসাপত্র, আয়ের শংসাপত্র, ছত্তিশগড়ের বাসিন্দা হওয়ার শংসাপত্র এবং প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবিও থাকতে হবে।