বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বিশেষ করে চাকরিপ্রার্থীদের জন্য এটি অত্যন্ত বড় একটি খবর। মূলত, এবার উচ্চমাধ্যমিক পাশ হলেই থাকছে চাকরির (Recruitment) দুর্দান্ত সুযোগ। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। যেটি থেকে জানা গিয়েছে যে, এয়ারপোর্টস অথোরিটি অব ইন্ডিয়া কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি লিমিটেড (AAICLAS) এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বর্তমান প্রতিবেদনে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত অ্যাসিট্যান্ট (সিকিউরিটি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
শূন্যপদের সংখ্যা: সমগ্ৰ দেশে মোট ৪৩৬ জনকে নিয়োগ করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিমানবন্দরে যোগ্য প্রার্থীদের পোস্টিং হবে।
কোথায় হবে পোস্টিং: মূলত, ভদোদর, ভাইজ্যাক, তিরুপতি, মাদুরাই, চেন্নাই, কলকাতা, গোয়া, কোঝিকোড়, বারাণসী, শ্রীনগর, অমৃতসর, লে, দেহরাদুন, পুণে, ইন্দোর, সুরাট, গোয়ালিয়র, ত্রিচি, রায়পুর, রাঁচী, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার এবং আগরতলায় পোস্টিং দেওয়া হবে।
আরও পড়ুন: পায়ে হেঁটেই পৌঁছনো যাবে চাঁদে! তিন লাখ কিমি দীর্ঘ সিঁড়ি বানাচ্ছেন বিজ্ঞানীরা, অবাক সমগ্ৰ বিশ্ব
শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। তবে, SC-ST প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর থাকলেই হবে।
আরও পড়ুন: উৎসবের আবহে দুর্ভোগের আশঙ্কা! নভেম্বরে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, এখনই সেরে রাখুন প্রয়োজনীয় কাজ
বয়স: প্রার্থীর ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ: গত ২০ অক্টোবর থেকে এই পদের জন্য অনলাইনে আবেদনগ্রহণ শুরু হয়েছে। যেটি চলবে আগামী ১৫ নভেম্বর, ২০২৩ পর্যন্ত। এছাড়াও, প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।