বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে (India) ব্যাঙ্কিং ব্যবস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেদিকে কড়া নজর রাখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। শুধু তাই নয়, কোথাও কোনো নিয়মের অমান্য ঘটলেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে RBI। সেই রেশ বজায় রেখেই এবার একের পর এক কড়া অ্যাকশন নিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইতিমধ্যেই Paytm Payments Bank-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করেছে RBI।
মূলত, নিয়ম লঙ্ঘন করার কারণে নতুন গ্রাহক যোগ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা সহ ওই সংস্থার ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে, এবার বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড (Bajaj Housing Finance Limited) RBI-এর পরবর্তী “টার্গেট” হয়ে উঠেছে। ইতিমধ্যেই ওই আর্থিক সংস্থার বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এমতাবস্থায়, বাজাজ হাউজিং ফাইন্যান্সকে ৫ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে RBI।
NBFC সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ: এই প্রসঙ্গে গত শুক্রবার RBI দ্বারা জারি করা নির্দেশ অনুসারে জানানো হয়েছে যে, বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড নন-ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি (NBFC) সম্পর্কিত কিছু নিয়ম লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক অ্যাক্ট, ১৯৮৭ অনুযায়ী বাজাজ হাউসিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI জানিয়েছে যে, রেগুলেটরি নিয়ম লঙ্ঘনের কারণে বাজাজ ফাইন্যান্সের ওপর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে, এর ফলে গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়।
আরও পড়ুন: মুইজ্জুর পরিকল্পনায় জল ঢালল ভারত! “ইন্ডিয়া আউট” ক্যাম্পেনকে ব্যর্থ করে নিল এই পদক্ষেপ
ম্যানেজমেন্টে পরিবর্তনের আগে অনুমতি নেওয়া হয়নি: তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কিত নথিগুলি পরীক্ষা করেছে। এই তদন্তের রিপোর্টের ভিত্তিতে দেখা গেছে যে, ম্যানেজমেন্টে পরিবর্তনের আগে সংস্থাটি RBI থেকে অনুমতি নেয়নি। বাজাজ হাউজিং ফাইন্যান্স ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সহ প্রায় ৩০ শতাংশ নির্দেশক পরিবর্তন করেছে। এরপর কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে বাজাজ হাউজিং ফাইন্যান্সকে এর কারণ দর্শানোর নোটিশও জারি করা হয়। পাশাপাশি, এই নিয়ম লঙ্ঘনের জন্য কেন তাদের জরিমানা করা হবে না সেটাও জানতে চাওয়া হয়েছিল।
আরও পড়ুন: রাজনৈতিক অস্থিরতার আবহেই মালয়েশিয়া পেল নতুন রাজা! তাঁর সম্পদের পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”
শুনানিতে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়: এমতাবস্থায়, নোটিশের পরিবর্তে ওই কোম্পানির জবাব পাওয়ার পর এই জরিমানা আরোপের ব্যবস্থা নেওয়া হয়। মূলত, কোম্পানিটি লিখিত জবাব দিয়েছিল। এছাড়াও, শুনানির সময় তার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শুনানি শেষে বাজাজ হাউজিং ফাইন্যান্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। এই কারণে সংস্থাটিকে ৫ লক্ষ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।