পুষ্পা-মার্শালের পর মুক্তির পথে রবি তেজার ছবির হিন্দি সংষ্করণ, বলিউডের পথে বসার জোগাড়!

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে (south film industry) নতুন দিশা দেখিয়েছেন আল্লু অর্জুন। তাঁর অভিনীত ‘পুষ্পা: দ‍্য রাইজ’ (pushpa) ২০২১ এর সবথেকে সফল ছবিগুলির মধ‍্যে একটি। বিশেষ করে পুষ্পার হিন্দি সংষ্করণটি যে পরিমাণ ব‍্যবসা করেছে তাতে চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে বলিউড পরিচালক প্রযোজকদের।

পুষ্পার বাড়বাড়ন্ত দেখে সাহস পেয়েছেন দক্ষিণের অন‍্য ছবি নির্মাতারা। একের পর এক তামিল, তেলুগু ভাষার ছবি হিন্দি ভাষায় ডাবিং করার পরিকল্পনা চলছে। এই তালিকায় নতুন সংযোজন তেলুগু সুপারস্টার রবি তেজা (ravi teja) অভিনীত ছবি ‘খিলাড়ি’। তেলুগু ইন্ডাস্ট্রিতে ‘মহারাজা’ বলে জনপ্রিয়তা রয়েছে রবির।

Khiladi poster 1200by667
শোনা যাচ্ছে, তাঁর আসন্ন ছবি ‘খিলাড়ি’ তেলুগু ছাড়াও হিন্দি ভাষাতে রিলিজ করার চিন্তা ভাবনা করছেন নির্মাতারা। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রবি। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, রবি তেজার আসন্ন ছবির হিন্দি ডাবিং স্বত্ব কিনেছে প‍্যান মারুধর। আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেএ রবি তেজা অভিনীত ‘খিলাড়ি’। উল্লেখ‍্য, প‍্যান স্টুডিওর ব‍্যানারে খিলাড়ি ছাড়াও মুক্তি পেতে চলেছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’।

কিছুদিন আগেই জানা গিয়েছে, বিজয় অভিনীত ‘মার্শাল’ ছবিটির হিন্দি সংষ্করণ মুক্তি পাচ্ছে ছোটপর্দায়। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির হিন্দি টিজার। ‘ঢিনচ‍্যাক’ চ‍্যানেলে মুক্তি পেতে চলেছে ছবির হিন্দি সংষ্করণ। ছবিতে মুখ‍্য চরিত্রে বিজয় ছাড়াও রয়েছেন কাজল আগরওয়াল, সামান্থা রুথ প্রভু। মুক্তি পাওয়ার পর এই অ‍্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি ২০০ কোটিরও বেশি টাকার ব‍্যবসা করেছিল।

দক্ষিণী ছবির উন্মাদনাকে দেখে নতুন ছবি তো বটেই, পুরনো ছবিগুলিকেও হিন্দিতে ডাবিং করে মুক্তি দেওয়া হচ্ছে। দক্ষিণী ইন্ডাস্ট্রির সুদিনের শুরুটা হয়েছিল বাহুবলী দিয়ে। তারপ‍র একের পর এক কালা, কাওয়ালি, রোবট, কেজিএফ, জয় ভীম আর এখন পুষ্পা। প্রতিটি ছবিই হিট হয়েছে বক্স অফিসে। উপরন্তু হিন্দি ভাষাভাষী ক্ষেত্রে যে পরিমাণ সাফল‍্য ছবিগুলি পেয়েছে তাতে ভবিষ‍্যতে নির্মাতারা উত্তর ভারতকে মাথায় রেখেই যে ছবি বানাবেন তাতে সন্দেহ নেই।

বেশ কয়েকটি পুরনো ছবির হিন্দি ডাবিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। থালাপতি বিজয়ের ‘মার্শাল’ সহ এই তালিকায় রয়েছে রাম চরণের ‘রঙ্গস্থলম’, ‘মাস্টার’, ‘মনগরম’ এর মতো ছবিগুলিকে হিন্দি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।

কয়েক বছর আগেই মুক্তি পেয়েছে এই ছবিগুলি এবং হিটও হয়েছে। কিন্তু সে সময়ে হিন্দি ডাবিং হলেও সেগুলো মুক্তি পেত ছোটপর্দায়। তবে সাম্প্রতিক কালে বড়পর্দায় দক্ষিণী ছবির সাফল‍্য দেখার পর নতুন করে ভাবনা চিন্তা করছে নির্মাতারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর