বাংলা হান্ট ডেস্ক: আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে, প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা (Rakesh Sharma) সোভিয়েত মহাকাশযানে চেপে মহাকাশে গিয়েছিলেন। কিন্তু, তখন নিউইয়র্ক টাইমস একটি অশুভ ভবিষ্যদ্বাণী করেছিল যে তিনি মহাকাশে আসা শেষ ভারতীয় হতে পারেন। কাট টু ২০২৩। এবার মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই ভারতের সাথে মনুষ্যবাহী মহাকাশযান পাঠানোর জন্য একজন ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য চুক্তি স্বাক্ষর করেছে।
উল্লেখ্য যে, সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) এবং আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) একটি যৌথ মিশন লঞ্চ করার ক্ষেত্রে সম্মত হয়েছে। এদিকে, এটি হতে পারে ISRO-র গগনযান মিশনের পূর্বসূরী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাও এই বিষয়ে আত্মবিশ্বাসী যে, আগামী বছরের মধ্যে একজন ভারতীয় মহাকাশে সফর করবেন।
তিনি জানিয়েছেন, “আঠারো মাস সময়কালটি মহাকাশচারীর জন্য মহাকাশযাত্রীর জন্য প্রস্তুত হওয়ার ক্ষেত্রে একটি যুক্তিসঙ্গত সময়। এমনকি যদি যৌথ ভারত-মার্কিন মিশনটি প্রথমে হয় সেক্ষেত্রে এটি ভারতের মনুষ্যবাহী মিশনের জন্য ভালো হবে কারণ উভয়ের মধ্যে একজনের অভিজ্ঞতা কাজে লাগবে।” এমতাবস্থায়, জানা গিয়েছে ২০২৪ সালে ISS-এ একটি যৌথ মিশন সম্পন্ন করার জন্য ISRO-র মহাকাশচারীদের আরও উন্নত প্রশিক্ষণ দেবে NASA।
উল্লেখ্য যে, আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই দুই দেশের মধ্যে এই সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতার ঘোষণা করেন। যার মধ্যে তিনি জানান “ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো রোগের নির্ণয় ও চিকিৎসার জন্য নতুন উপায় ডিজাইন করা থেকে শুরু করে ২০২৪ সালে একজন ভারতীয় মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো সহ হিউম্যান স্পেস ফ্লাইটে সহযোগিতা পর্যন্ত…” সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় বিমান বাহিনী (IAF) থেকে নির্বাচিত চারজন ভারতীয় মহাকাশচারী বর্তমানে রাশিয়া থেকে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন এবং তা বেঙ্গালুরুতে চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে, দুই দেশের মধ্যে আর্টেমিস চুক্তি স্বাক্ষরিত হওয়ার সাথে সাথে তাঁদের এখন NASA-র কাছ থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
মূলত, ISRO একটি তিন দিনের মিশনের পরিকল্পনা করেছে। যেখানে ভারতীয় মহাকাশচারীদের ভারতীয় রকেটে মহাকাশে পাঠানো হবে এবং পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। রাশিয়া, আমেরিকা, জাপান এবং ফ্রান্সের মতো অন্যান্য দেশগুলি ভারতীয় মহাকাশ মিশনে সমর্থন করেছে। তবে, NASA-র সাথে এই যৌথ মিশন ভারতীয় ক্রুদের আউটার স্পেস এবং সেখানে কাজ করার অভিজ্ঞতা প্রদান করবে। পাশাপাশি, জনসন স্পেস সেন্টারে ভারতীয় মহাকাশচারীদের জন্য উন্নত প্রশিক্ষণ তাঁদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় আরও ভালোভাবে সহায়তা করবে।