“এর থেকে Samsung-এর ফোন পাঠালে ভালো হত,” পাকিস্তানের চন্দ্রযানের ঝাপসা ছবি দেখে হাসির ঝড় নেটমাধ্যমে

বাংলা হান্ট ডেস্ক: চাঁদ সম্পর্কিত গবেষণা এবং “স্টাডি” করার লক্ষ্যে চলতি মাসের শুরুতে পাকিস্তান (Pakistan) তার মিনি স্যাটেলাইট “iCUBE-QAMAR” পাঠিয়েছিল। এই পাকিস্তানি মিনি স্যাটেলাইট, চিনা লুনার মিশন “Chang’e-6”-এর অংশ হিসেবে পাঠানো হয়েছে। যেটি গত ৩ মে চিনের হাইনান প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়।

এদিকে, এই উৎক্ষেপণের কয়েকদিন পরেই চাঁদের কক্ষপথ থেকে প্রথম ছবি পাওয়া গিয়েছে। কিন্তু ওই ছবি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি নিয়ে রীতিমতো ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। মূলত, iCUBE-QAMAR-এর ক্যামেরা দিয়ে তোলা ওই ছবিগুলি দেখে সাধারণ মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে।

After seeing the blurry picture of Pakistan's Chandrayaan, there is a storm of laughter on the social media.

পাকিস্তানি মিশনের ছবি নিয়ে প্রশ্ন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তানের নিজস্ব “চন্দ্রযান” মহাকাশ থেকে যে ছবিগুলি প্রকাশ করেছে তা অত্যন্ত ঝাপসা। যার কারণে সবাই সেগুলির মান নিয়ে প্রশ্ন তুলছে। মূলত, পাকিস্তানের iQube-QAMAR-এর মোট ওজন সাত কিলোগ্রাম এবং সেটিতে যে ক্যামেরা লাগানো হয়েছে তা ১ মেগাপিক্সেলের। এমতাবস্থায়, iQube-QAMAR-এর পাঠানো ছবিগুলিকে অন্যান্য মহাকাশ সংস্থাগুলির দ্বারা তৈরি উচ্চ রেজোলিউশন ক্যামেরাগুলির সাথে তুলনা করা হচ্ছে এবং ওই ছবিগুলির গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: রেডি রাখুন ছাতা-রেনকোট! বঙ্গজুড়ে অ্যাকশনে নামছে বৃষ্টি, অবশেষে মিলল স্বস্তির আপডেট

দেওয়া হচ্ছে ফোন নিয়ে যাওয়ার পরামর্শ: এদিকে, অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, “এক্স” মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, “মাত্র ১ মেগাপিক্সেল? এর চেয়ে ভালো হত, যদি স্যামসাং ফোনগুলিকে টেপ দিয়ে চিনা স্যাটেলাইটে আটকে দেওয়া হত। যেহেতু চিনা মিশন চাঁদের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে, তাই এই পরিকল্পনাটি কার্যকর ছিল।” এদিকে, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উইংয়ের একটি পোস্টে একটি মন্তব্যে বলা হয়েছে, “তাদের উচিত ভালো ছবির জন্য স্যামসাং গ্যালাক্সিকে সেখানে পাঠানো।”

আরও পড়ুন: কোয়ালিফায়ারে KKR-এর “ভিলেন” হবে বৃষ্টি? ম্যাচ ভেস্তে গেলে কোন দল যাবে ফাইনালে? জেনে নিন নিয়ম

অপরদিকে আরেকজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি বিতর্ক করছেন কেন? পাকিস্তানিরা খাবার খেয়ে হাত মুছতে ভুলে যায়। যে কারণে ক্যামেরা নোংরা হয়ে গেছে এবং এই ধরণের ছবি এসেছে।” তবে, পাকিস্তানের এই মিনি স্যাটেলাইট প্রকল্পের সীমিত ক্ষমতা থাকা সত্বেও এটি যে সামগ্রিকভাবে পাকিস্তানের মহাকাশ কর্মসূচিকে উৎসাহিত করবে তা আর বলার অপেক্ষা রাখে না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর