রাতে মেয়েদের ঘরে লোক ঢুকিয়ে…! বড় জন জেলবন্দি, সন্দেশখালি কাঁপাচ্ছেন ছোট শেখ শাহজাহান!

বাংলা হান্ট ডেস্কঃ গত জানুয়ারি মাস থেকে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি (Sandeshkhali)। ইডি পেটানোর ঘটনা থেকে শুরু করে শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের প্রতিবাদ, সব কিছুই দেখেছে রাজ্যবাসী। মাঝখানে কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ফের মাথাচাড়া দিয়েছে অশান্তি। বড় শাহজাহান জেলবন্দি। তবে বর্তমানে সন্দেশখালি কাঁপাচ্ছেন ছোট শেখ শাহজাহান (Choto Sheikh Shahjahan)!

নির্বাচনের প্রাক্কালে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বেড়মজুর অঞ্চল। ISF-এর পতাকা লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বলে খবর। তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে দুই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আঘাত লেগেছে আরও দু’জনের। বেড়মজুর এক-এর উপপ্রধান ছোট শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ।

বেড়মজুর হাটখোলার ১৪২ নম্বর মাদ্রাসা বুথে ISF-এর পতাকা তুলেছিলেন বেশ কয়েকজন দলীয় কর্মী। সেখান থেকেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন ছোট শেখ শাহজাহান এবং তাঁর সাঙ্গপাঙ্গরা। বাড়িতে ঢুকে দুই মহিলা সহ ৪ জনকে কোপানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ আচমকাই মুকুল রায়ের বাড়িতে বিজেপির অর্জুন সিং! বেশ কিছুক্ষণ হল কথা, তাহলে কী…

এলাকাবাসীরা জানাচ্ছেন, শেখ শাহজাহান (Sheikh Shahjahan) বর্তমানে জেলবন্দি হলেও, তাঁর অনুগামীরা এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন। তাহলে কি সন্দেশখালির ‘বাঘ’ গ্রেফতার হওয়ার পর উত্থান হয়েছে ছোট শেখ শাহজাহানের? জানা যাচ্ছে, এমনটা নয়। আগে থেকে এলাকায় দাপিয়ে বেড়াতেন তিনি। শাহজাহানের গ্রেফতারির পরেও তা অব্যাহত।

sheikh shahjahan sandeshkhali

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন সেই সময়ও সংবাদমাধ্যমের ক্যামেরায় ছোট শেখ শাহজাহানের উপস্থিতি দেখা গিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির গাড়ির সামনে শুয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। শাহজাহানের বাড়ি যেতে হলে তাঁর বুকেও ওপর দিয়ে যেতে হবে, একথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। এবার শোনা যাচ্ছে, ‘বড় জন’ গ্রেফতার হওয়ার পর সন্দেশখালির ত্রাস হয়ে উঠছেন ছোট শেখ শাহজাহান!

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর