একের পর এক বিপর্যয়! বাবার পর হাসপাতালে ভর্তি হতে হল স্মৃতির হবু স্বামীকে, এখন কেমন আছেন পলাশ?

Published on:

Published on:

After Smriti Mandhana father, Palash Mucchal admitted to hospital.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক তথা তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং পলাশ মুচ্ছলের বিবাহ আপাতত স্থগিত হয়েছে। মূলত, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার অহংকাই হৃদরোগের মতো লক্ষণ দেখা দেওয়ার পর বৈবাহিক অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অসুস্থ হয়ে পড়লেন স্মৃতির (Smriti Mandhana) হবু স্বামী:

স্মৃতির ম্যানেজার জানিয়েছেন যে, বাবার হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিবাহস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং স্মৃতির বাবাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই জরুরি চিকিৎসার কারণে, বৈবাহিক অনুষ্ঠান বন্ধ রাখতে হয়। পাশাপাশি, স্মৃতিও তাঁর বাবার অনুপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যেতে চাননি।

 

View this post on Instagram

 

A post shared by BollywoodNow (@bollywoodnow)

এবার অসুস্থ পলাশ: এদিকে, এখন জানা গেছে যে স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনডিটিভির এক রিপোর্ট অনুসারে, ভাইরাল সংক্রমণ এবং অ্যাসিডিটি বৃদ্ধির কারণে পলাশকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে, চিকিৎসার পর, পলাশ এখন হাসপাতাল থেকে তাঁর হোটেলে চলে গেছেন বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: প্রত্যর্পণ নিয়ে উত্তেজনা চরমে, দিল্লিকে জরুরি বার্তা পাঠাল ঢাকা সরকার

স্মৃতি মান্ধনার বাবার স্বাস্থ্যের আপডেট: স্মৃতি মান্ধনার পারিবারিক চিকিৎসক ডাঃ নমন শাহ জানিয়েছেন যে, স্মৃতির বাবার শারীরিক অবস্থা বর্তমানে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রীনিবাস মান্ধনার স্বাস্থ্যের উন্নতি হলে, সোমবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে ডাঃ নমন শাহ জানান, “প্রায় ১ টা বেজে ৩০ মিনিটে, শ্রীনিবাস মান্ধানা তাঁর বাম বুকে ব্যথা অনুভব করেন। যা চিকিৎসার ভাষায় ‘এনজিনা’ নামে পরিচিত। লক্ষণগুলি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ছেলে আমাকে ফোন করেন এবং আমরা একটি অ্যাম্বুলেন্স পাঠাই। তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসিজি এবং অন্যান্য রিপোর্টে কার্ডিয়াম এনজাইম বৃদ্ধি পাওয়ায় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

আরও পড়ুন: ত্রিপাক্ষিক প্রযুক্তি জোটের পথে ভারত, জি-২০ বৈঠকের ফাঁকে বড় ঘোষণা মোদির

তিনি আরও জানান, “তাঁর রক্তচাপও বৃদ্ধি পায় এবং তা কমানোর চেষ্টা করা হচ্ছে। একটি পূর্ণাঙ্গ দল তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যদি পরিস্থিতির অবনতি হয়, সেক্ষেত্রে আমাদের হয়তো অ্যাঞ্জিওগ্রাফি করতে হতে পারে। স্মৃতি এবং তাঁর পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে।” এদিকে, স্মৃতির বাবার পর পলাশ মুচ্ছলের শারীরিক অবস্থার প্রসঙ্গটি সামনে আসার পরে দ্রুত তাঁদের সুস্থতা কামনা করেছেন অনুরাগী এবং শুভাকাঙ্খীরা।