বাংলাহান্ট ডেস্ক: অর্জুন কাপুরের (Arjun Kapoor) অভিনয় দক্ষতা নিয়ে একাধিক মত পার্থক্য থাকলেও অনেকেই স্বীকার করবেন, ‘টু স্টেটস’ (Two States) ছবিতে যথেষ্ট ভাল অভিনয় করেছিলেন তিনি। আলিয়া ভাটের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসাও করেছিল। তবে জানেন কি এমন হিট একটি ছবির প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান ও রণবীর কাপুর?
লেখক চেতন ভগতের ‘টু স্টেটস’ নভেলের উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল ছবিটি। পরিচালক হিসাবে ডেবিউ করেছিলেন অভিষেক বর্মন। সে বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আটটি ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিল ছবিটি। তার মধ্যে থেকে সেরা সঙ্গীত পরিচালক ও সেরা অভিষেক পরিচালকের পুরস্কার জিতে নিয়েছিল টু স্টেটস।
ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অন্যতম প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছিলেন, মুখ্য চরিত্র অর্থাৎ কৃষ মালহোত্রার জন্য প্রথমে শাহরুখ খান বা রণবীর কাপুর কিংবা সইফ আলি খানকে ভাবা হয়েছিল। সাজিদ জানান, সর্ব প্রথমে সইফই রাজি হয়েছিলেন চরিত্রটির জন্য।
তারপর প্রস্তাব আসে শাহরুখের কাছে। সেখান থেকে আবার রণবীরের কাছে। শেষমেষ নাকি সহ প্রযোজক করন জোহরই প্রস্তাব দেন অর্জুনকে মুখ্য চরিত্রে নিতে। প্রথমে করনের প্রস্তাব শুনে নিজের চেয়ার থেকেই নাকি উলটে পড়ে গিয়েছিলেন সাজিদ!
কিন্তু পরে তিনি বুঝতে পারেন করন আসলে ঠিকই বলেছিলেন। বক্স অফিসে সুপার হিট হয়েছিল ছবিটি। পরবর্তীকালে অর্জুনেরও প্রশংসা করে সাজিদ নাদিয়াদওয়ালা বলেছিলেন, চোখের সামনে একটু একটু করে তাঁকে উন্নতি করতে দেখেছেন তিনি। টু স্টেটস এর জন্য অর্জুনকেই যে শেষমেষ নেওয়া হয়েছিল তার জন্য করনকেও ধন্যবাদ দিয়েছিলেন সাজিদ।