টানা সাত দিন অপরিবর্তিত থাকার পর দাম কমল পেট্রল-ডিজেলের

বাংলাহান্ট ডেস্কঃ টানা এক সপ্তাহ ধরে অপরিবর্তিত ছিল পেট্রল ডিজেলের দাম। যার জেরে অনেকেই আশঙ্কা করেছিলেন দাম বৃদ্ধির কিন্তু অবশেষে সেই আশঙ্কা মিথ্যে প্রমান করে দাম কমল পেট্রলের। ৭৫ থেকে নেমে ক্রমে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৭৩ টাকায়। রবিবার পেট্রোলের দাম ছিল ৭৪.৫৮ টাকা। সপ্তাহের প্রথম কাজের দিনেও দাম পরিবর্তন হয় নি। এক সপ্তাহ পর হল এই দাম পরিবর্তন।

25 07 2019 petrol 19430436

জানা যাচ্ছে,  চিনের হঠাত করে অপরিশোধিত তেলের চাহিদা কমে গিয়েছে। মারণ করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের চাহিদা কমে গিয়েছে। যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম কমেছে। ইতিমধ্যে ভারতেও কয়েক দফায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে। ডিজেলের দামও পাঁচ পয়সা কমে ৬৬ টাকা হয়েছে।

মাঝে ৮০ টাকা পেরিয়ে গিয়েছিল জ্বালানির দাম। তারপর কিছুটা ৭৭ থেকে ৭৮ টাকার আসেপাশে ঘোরাফেরা করছিল। বিগত দুই সপ্তাহ ধরে নামছে দাম। ৬ মাস পরে যা ফিরল ৭৪-এর ঘরে। সেই মঙ্গলবারেই ফের দাম কমায় খুশি রোজকার বাইক , চার চাকা চালানো সাধারন মানুষ। আজ কলকাতায় ডিজেলের দাম ৬৬.৯৭ টাকা। রবিবার এই দাম ছিল ৬৭.০২ টাকা। সোমবার দাম কমেনি। আজ কমল সেই দাম।

পাশাপাশি ১ এপ্রিল থেকে ভারতে বাড়তে চলেছে জ্বালানির দাম। আগামী এপ্রিল মাসেই সম্ভবত প্রতি লিটারে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে পারে বলে অনুমান। ইউরো-সিক্স মানের নির্গমন বিধি মেনে ‘আল্ট্রা-ক্লিন অটো জ্বালানি’ বা ‘পরিবেশ বান্ধব উন্নত জ্বালানি’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যার জেরে বাড়বে পেট্রল ও ডিজেলের দাম।


সম্পর্কিত খবর