বাংলা হান্ট ডেস্ক: গত এপ্রিল মাসে পাহেলগাঁও হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়। যেটির এখন বাস্তবায়ন শুরু করেছে ভারত। ইতিমধ্যেই গত সপ্তাহের শেষে পাকিস্তানকে বন্যার সতর্কতা পাঠিয়েছিল ভারত (India)। কিন্তু এর জন্য তারা সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করেছে। এদিকে, ভারতের এই পদক্ষেপে পাকিস্তান ক্ষুব্ধ হয়েছে। শুধু তাই নয়, সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে সতর্কতা পাঠানোর বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। পাকিস্তানের বিদেশ দফতর জানিয়েছে যে, ভারতীয় হাইকমিশন গত রবিবার বন্যার পরিসংখ্যান পাঠিয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার পর এটি ছিল প্রথম এই ধরণের বিনিময়।
বন্যার বিষয়ে সতর্ক করে ভারত (India):
ভারত পাকিস্তানকে বন্যার কথা জানিয়েছে: জানিয়ে রাখি যে, চলতি বছরের ২২ এপ্রিল পহেলগাঁও-তে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পর, ভারত (India) ১৯৬০ সাল থেকে পাকিস্তানের সঙ্গে চলমান সিন্ধু জল চুক্তি স্থগিত করে। এই চুক্তির মাধ্যমে গঠিত সিন্ধু জল কমিশনের অধীনে দুই দেশ জল সমস্যা নিয়ে আলোচনা চালাচ্ছিল।
কিন্তু, এই চুক্তিটি স্থগিত রাখার পর থেকে, ভারত (India) এটি বাস্তবায়নের জন্য আর কোনও পদক্ষেপ নেয়নি। এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন গত ২৪ আগস্ট সকাল ১০ টায় জম্মুর তাউই নদীতে প্রবল বন্যার কথা পাকিস্তানকে জানায়।
আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার জন্য শুরু হয়েছে “Bronco টেস্ট”! বিস্ফোরক দাবি মনোজ তিওয়ারির
ভারতের পদ্ধতিতে পাকিস্তান বিরক্ত: সংবাদপত্রটি জানিয়েছে যে বিদেশ মন্ত্রক এটি নিশ্চিত করেছে। কিন্তু, ভারতের (India) যোগাযোগ পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২৪ অগাস্ট, ভারত সিন্ধু জল চুক্তির অধীনে সিন্ধু জল কমিশনের পরিবর্তে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বন্যার বিষয়ে সতর্ক করে।পাকিস্তান বলেছে যে, ভারত চুক্তির সমস্ত বিধান সম্পূর্ণরূপে মেনে চলতে বাধ্য। বলা হয়েছে যে ভারতের একতরফাভাবে চুক্তি স্থগিত করা “আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন”। যার ফলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর সম্ভাব্য পরিণতি হতে পারে।
আরও পড়ুন: ঘোর বিপদের সম্মুখীন পাকিস্তান! ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন ৫ পাক সেনা, আহত ১৭ জন
ভারতের ওপর “নিউ নর্মাল”-এর অভিযোগ: প্রসঙ্গত উল্লেখ্য যে, এক্সপ্রেস ট্রিবিউন একজন পাকিস্তানের একজন উচ্চ আধিকারিককে উদ্ধৃত করে বলেছে যে, অনুমান করা হচ্ছে ভারত (India) পাকিস্তানের সঙ্গে একটি “নিউ নর্মাল” প্রতিষ্ঠা করছে। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় আধিকারিককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে যে, বন্যা সম্পর্কিত তথ্য চুক্তির অধীনে ভাগ করা হয়নি বরং “মানবিক কারণে” ভাগ করা হয়েছে।