টি-২০ বিশ্বকাপ স্থগিত হওয়ার পরেই টিকিট নিয়ে বড়সড় ঘোষণা করল ICC

গতকাল বিশেষ বৈঠক করে করোনা ভাইরাসের কারণে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিতে বাধ্য হয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। বিশ্বকাপ স্থগিত ঘোষণা করার পরেই বিশ্বকাপের টিকিট নিয়ে বড়োসড়ো ঘোষণা করল আইসিসি।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার ফলে পরপর দুই বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তবে কোন বছর কোথায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। আইসিসির তরফে বলা হয়েছে আইসিসির নতুন চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে ভারতের মাটিতে পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে রাজি নয় বিসিসিআই। বিসিসিআই চাই 2021 টি20 বিশ্বকাপ ভারতে এবং 2022 টিটোয়েন্টি বিশ্বকাপ হোক অস্ট্রেলিয়ায়।

158276251d4b86c1b2fa0bdf3ce302255521d5be3d24fdd5a764565eda2250e1aea3a7d80

তবে বিশ্বকাপ আয়োজনের ধোঁয়াশার মধ্যেই আইসিসি টিকিট নিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল। আইসিসির তরফে বলা হয়েছে 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয় তাহলে যারা 2020 বিশ্বকাপের টিকিট কেটেছিলেন তারা সেই টিকিট দিয়েই 2021 সালে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন। তবে অস্ট্রেলিয়ায় যদি 2022 টিটোয়েন্টি বিশ্বকাপ হয় সেক্ষেত্রে যারা টিকিট কেটে ছিলেন তাদের টিকিটের পুরো অর্থই ফেরত দিয়ে দেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর