টাইমড আউট বিতর্কের পর বিশ্বকাপ কেরিয়ার শেষ সাকিবের! মারাত্মক চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Bangladesh vs Sri Lanka) নিজের শেষ বিশ্বকাপ (2023 ODI World Cup) ম্যাচ খেলে ফেললেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। এরপর আর ওডিআই বিশ্বকাপের মঞ্চে তাকে মাঠে দেখা যাবে না। নিজের শেষ ম্যাচে টাইমড আউট বিতর্কর জন্ম দিয়েছেন তিনি। তবে বাংলাদেশ অধিনায়ককে যদি বিশ্বকাপের শুধু সেই ঘটনার জন্যই মনে রাখা হয় তাহলে সেটা একজন ক্রিকেটপ্রেমী হিসেবে অন্যায় করা হবে।

বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে শেষ পাঁচটি জয় যখন যখন পেয়েছে, তখন তখন প্রতিক্ষেত্রেই ম্যাচের ফেরার পুরস্কার নিয়ে গিয়েছেন সাকিব আল হাসান। চলতে বিশ্বকাপে এখনো অবধি ৮টি ম্যাচ খেলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। সেই দুটি ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়ের দুর্দান্ত পারফরমেন্স করে ম্যাচের সেরা হন সাকিব।

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ বলে ৮২ রানের একটি ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিং করার সময় তিনি বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন। ম্যাচ শেষ হবার পরে তার চোটের স্ক্যান করা হয়। কিছুক্ষণ আগে সেই রিপোর্ট এসে পৌঁছেছে সকলের সামনে।

আরও পড়ুন:-ম্যাথিউসের বদলে যদি কোহলিকে টাইমড আউট করার চেষ্টা করতেন সাকিব! কেমন হতো প্রতিক্রিয়া?

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কেমন আছেন সেই বিষয়ে জানার জন্য কৌতুহলী হয়েছিলেন সকলেই। বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সেই দলের ফিজিও জানিয়ে দিয়েছেন যে সাকিব আল হাসানের আঘাত গুরুতর। আগামী চার থেকে পাঁচ সপ্তাহের জন্য তাকে ক্রিকেটের মাঠ থেকে দূরে থাকতে হবে। খুব সম্ভবত আজই বাংলাদেশ ফিরে যাচ্ছেন সাকিব।

আরও পড়ুন: সাকিব যে অসভ্যতা করেছেন সেটা প্রমাণ করলেন সৌরভ! কি ঘটেছিল আজ থেকে ১৬ বছর আগে?

গতকাল ম্যাচ শেষ এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা টাইমড আউট বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন তিনি। তিনি বলেছিলেন, “এই মুহূর্তে আমাদের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের জন্য। আমি মনে করেছিলাম আমার দেশের হয়ে আমি যোদ্ধা নেমেছি। আর নিজের দেশকে যুদ্ধে জেতার জন্য আমি সবকিছু করতে পারি।” তাকে ছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচে কতটা লড়াই করতে পারবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর