শিবু হাজরাকে শাস্তি দেবে তৃণমূল? কী পদক্ষেপ নেবে দলীয় নেতৃত্ব? মুখ খুললেন সুজিত বসু

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের হট টপিক হয়ে ওঠেছে সন্দেশখালি (Sandeshkhali)। বাংলা তো বটেই ন্যাশানাল মিডিয়ার কাছেও উঠে এসেছে সন্দেশখালির রক্ত জল করা বিভিন্ন কাহিনী। সামনে এসেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Shahjahan Sheikh) এবং তার চ্যালা চামুণ্ডা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের ঘৃণ্য অপরাধ। গণধর্ষণ ও খুনের চেষ্টার অপরাধ তাদের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে।

এদিকে গা বাঁচাতে আগেভাগেই উত্তম সর্দারকে সাসপেন্ড করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ধৃত ব্লক সভাপতির বিরুদ্ধেও কি একই শাস্তির খাঁড়া নেমে আসবে কিনা। আর এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। আসলে রোববারই সন্দেশখালি সংলগ্ন ন্যাজাটে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার কোর কমিটির সদস্য সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদারা।

   

সেখানে তারা শিবির করে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে। শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে থাকা জমি দখল করে নেওয়া এবং লিজের টাকা না দেওয়ার অভিযোগ শোনেন তারা। দলের বক্তব্য তারা নাকি বিষয়টির ওপর কড়া নজর রেখেছেন। পুরো দিক খতিয়ে দেখে তারপরই যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরতের ব্যবস্থাও করবার প্রতিশ্রুতি দিয়ে আসেন।

1708180401 shibu

উল্লেখ্য যে, শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু সন্দেশখালির ২ নং ব্লকের তৃণমূল সভাপতি। শিবু গ্রেপ্তার হওয়ায় সেই পদের দায়িত্ব সামলান এলাকার স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু নিজেই একথা জানিয়ে দিয়েছেন। শিবপ্রসাদ হাজরাকে সাসপেন্ড করার বিষয়ে সুজিতবাবু বলেন, “শিবু হাজরার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সন্দেশখালি-২’এর দায়িত্ব সামলাবেন আমাদের বিধায়ক সুকুমার মাহাতো।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর