দর্শক টানতে এক্কেবারে ফ্রেশ জুটি, পুজোর আগেই আসছে নতুন মেগা! কোন চ্যানেলে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : নিত্যদিনের বিনোদনের ক্ষেত্রে সিরিয়ালের (Serial) আলাদাই জনপ্রিয়তা রয়েছে। দর্শকদের পছন্দ অনুযায়ী প্রায়ই নানান নতুন ধারাবাহিক নিয়ে আসেন নির্মাতারা। জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই সম্প্রতি বেশ কিছু নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে। দর্শকরাও আগ্রহ দেখাচ্ছে, ফলে টিআরপিও বাড়ছে চড়চড়িয়ে। এবার আবারও একটি নতুন ধারাবাহিক আসার গুঞ্জন শোনা যাচ্ছে টেলিপাড়ায়।

আবারও নতুন সিরিয়াল (Serial) আসার গুঞ্জন

টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে আরেকটি নতুন ধারাবাহিক (Serial) আসার গুঞ্জন। জানা যাচ্ছে, টেন্ট সিনেমার প্রযোজনায় আসতে চলেছে এই নতুন সিরিয়াল। আর এই ধারাবাহিকের হাত ধরেই এক জুটিও পেতে চলেছেন দর্শকরা। সূত্রের খবর মানলে, এই সিরিয়ালের (Serial) জন্য নায়ক হওয়ার প্রস্তাব গিয়েছে অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়ের কাছে।

Again a new serial is coming before puja

কারা হবেন নায়ক নায়িকা: এর আগে ‘গীতা এলএলবি’ সিরিয়ালে (Serial) খলনায়কের ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। তবে এবার সটান নায়কের চরিত্র পেয়েছেন রাহুল। প্রস্তাবে নাকি হ্যাঁ ও বলেছেন তিনি। কিন্তু তাঁর বিপরীতে নায়িকা কে হচ্ছেন? তিনিও টেলিপাড়ার বেশ পরিচিত মুখ, একতা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন : কোটি কোটি টাকার অধিপতি, সেই রতন টাটাই সামান্য অর্থের জন্য হাত পেতেছিলেন অমিতাভের কাছে! কারণ জানেন?

লম্বা বিরতি নিয়ে ফিরছেন নায়িকা: একতাকে শেষবার দেখা গিয়েছে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে (Serial)। সেখানে প্রথমে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু পরে গল্পের মোড়ে তিনিই হয়ে ওঠেন মুখ্য চরিত্র। তবে বিয়ের ফুল সিরিয়ালটি (Serial) শেষ হওয়ার পর লম্বা বিরতি নিয়েছিলেন একতা। এবার মূল চরিত্রেই তিনি ফিরছেন বলে খবর।

আরও পড়ুন : তৃণমূলের “বিবৃতি”-তে একী বানান! নেটমাধ্যমে পোস্ট করে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুললেন সজল ঘোষ

গুঞ্জন বলছে, ভাঙা প্রেমের গল্প নিয়ে আসতে চলেছে এই নতুন সিরিয়াল। তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। লুক সেট চলছে। প্রোমো শুটও হতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই শুরু হয়ে যাবে নতুন মেগা।