চলন্ত ট্রেনে আগুন, জ্বলেপুড়ে ছাই যাত্রীরা! এখনো অবধি মৃত ৯, মর্মান্তিক ঘটনা মাদুরাইয়ে

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার বিভ্রাট ট্রেন (Indian Railways) চলাচলে। করমণ্ডল বিপর্যয়ের পর এবার ভয়াবহ দুর্ঘটনার খবর দক্ষিণ ভারত থেকে। সাত সকালেই ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার কুয়াশাচ্ছন্ন ভোররাতে আগুন লেগে যায় তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীগামী ট্রেনের প্যান্ট্রি কারে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৯ জন যাত্রীর নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

চলন্ত ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাকি যাত্রীরাও। অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। সূত্রের খবর, আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। তার মাঝেই মাদুরাই স্টেশনের (Madurai Station) কাছে ঘটে বিপত্তি। মৃত ৯ জনের মধ্যে  ৬ জন ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা__এমনটাই খবর।

তদন্ত সূত্রে জানা যাচ্ছে, দূর্ঘটনার সময় প্রত্যেকেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। ট্রেনটি মাদুরাই জংশন থেকে এক কিলোমিটার এগিয়ে যাওয়ার পরেই এই দূর্ঘটনা ঘটে। প্রথমে প্যান্ট্রি কারে আগুন লাগে এবং পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আরও দু’টি বগিতে। আগুন লাগার খবর ছড়াতেই মাদুরাই স্টেশন থেকে আপদকালীন একটি দল ছুটে যায় ঘটনাস্থলে।

আরও পড়ুন : আরও একটি ইতিহাস গড়তে চলেছে সানি দেওলের ছবি! এবার লোকসভায় দেখানো হবে গদর-২

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আগুনে ঝলসে গেছে অন্তত ৯ জন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আহতদের উদ্ধার করেছে উদ্ধারকারী দল। তারা এখন মাদুরাইয়ের রেলওয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং আপাতত সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

 

দূর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে সেটা ইতিমধ্যেই খতিয়ে দেখছে রেলের তদন্তকারী কর্মকর্তারা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল ট্রেনের কোনও ইলেকট্রিক্যাল ত্রুটি থেকেই এই দূর্ঘটনাটি ঘটেছে। তবে ANI এর রিপোর্ট বলছে, প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। তাদের সাথে ছিল গ্যাস সিলিন্ডার। আর সেই গ্যাস সিলিন্ডার ফেটেই ঘটেছে এই দুর্ঘটনা।

আরও পড়ুন : ময়ূরীকে সত্যি বলতে বাধ্য করল মেঘ, বড় সিদ্ধান্ত নীলের! প্রকাশ্যে ‘ইচ্ছেপুতুল’র ধামাকা পর্ব

ইতিমধ্যেই বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে রেলের ফরেন্সিক ও অন্যান্য তদন্তকারী কর্মকর্তারা। ট্রেনের যতগুলি বগিতে আগুন লেগেছে তার প্রতিটিই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন তারা। আইএএনএস-এর (INS) রিপোর্ট অনুসারে, ক্ষতিগ্রস্ত কোচে ৫৫ জন যাত্রী ছিলেন। এদিকে প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, অনেকেই জ্বলন্ত বগি থেকে বেরিয়ে আসতে পারেননি। সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়লেও বাড়তে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর