পঞ্চায়েত ভোট পূর্বে ফের বিস্ফোরক মদন মিত্র! পাল্টা দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Election) পূর্বে রাজ্যের শাসক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) সকলের মুখে একটাই কথা। অবাধ শান্তিপূর্ণ হবে ভোটানুষ্ঠান। তবে এই একই কথা কি শোনা যাচ্ছে দলেরই অনান্য নেতৃত্বদের মুখ থেকে? উত্তরে শোনা যাবে না! মঙ্গলবার কামারহাটির হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্রের গলায় কিন্তু শোনা গেলো একেবারেই ভিন্ন সুর।

“জমি ধরে রাখতে কোদাল, বেলচা লাগবেই।” এদিন কার্যত এমনই বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । মন্তব্যকে ঘিরে দলের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। বিধায়কের শাসানি মন্তব্যের অবশ্য পাল্টা জবাব দিয়েছেন দলেরই আরেক বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)। খড়দহের বিধায়ক বলেন অন্য কারো নয় শুধুমাত্র দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই হবে পঞ্চায়েত ভোট।

বরাবরই বেলাগাম কামারহাটির বিধায়ক মদন মিত্র। নিজের মুখ থেকে বের করা বুলির জন্য বারংবার বিতর্কে জড়িয়েছেন তিনি। মঙ্গলবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে মদন মিত্র বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শান্তিপূর্ণ ভোটের কথা। একদম নেতার মতো কথা বলেছেন। কিন্তু জমি ধরে রাখতে কোদাল-বেলচা তো লাগবেই।”

আর এই মন্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে কি ভোটে প্রয়োজন হলে শক্তিপ্রয়োগের ইঙ্গিত দিয়েছেন কামারহাটির বিধায়ক? প্রশ্ন উঠেছে রাজনীতিবিদ সহ সকলের মনে। অবশ্য তড়িঘড়ি মদন মিত্রের মন্তব্যে জল ঢালতে মাঠে নেমেছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

madan mitra

মদন মিত্রের মন্তব্যের বিরোধিতা করে শোভনদেব বলেন ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই পঞ্চায়েত ভোট হবে।’ অন্যদিকে তার এই কথার প্রেক্ষিতে পাল্টা মদন জানান, ‘শোভন দার কাছে কেউ আমার কথা ভুলভাবে তুলে ধরেছেন। মনে রাখতে হবে চাষের জমিতে ফসল ফলাতে কোদাল, লাঙল লাগবেই। নাহলে আইস্টাইনের মতো কিছু আবিস্কার করুন যাতে কোদাল ছাড়াই চাষ করা যাবে।’ এদিন নিজ মন্তব্য থেকে একচুলও সরেননি কামারহাটির বিধায়ক। সাথেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মদন বলেন , ‘দলবিরোধী কথা বলেছি যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে শাস্তি মাথা পেতে নেব।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর