বাংলাহান্ট ডেস্ক : ফের শহরের আকাশে মেঘের ঘনঘটা। কোথাও হালকা, কোথাও একপশলা ঝেঁপে বৃষ্টি হয়ে যাচ্ছে। আবহাওয়া দফতর বলছে, ফের ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী সপ্তাহের মধ্যে ফের গভীর নিম্নচাপের (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে রাজ্যে। মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার জেরে শুক্র এবং শনিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিরতি দিলেও সোমবার ফের বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।
শুক্রবার ভারী বৃষ্টি (South Bengal Weather) বিভিন্ন জেলায়
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ থাকবে মেঘলা। সমস্ত জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির আবহাওয়া: উত্তরবঙ্গেও এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ভারী বৃষ্টি (South Bengal Weather) হতে পারে উত্তরবঙ্গের দুই জেলায়। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে শুক্রবার। শনিবার উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আরও পড়ুন : ১৫ কিমি পথ হাওয়ায় ভেসে থাকা, ১২৪৭ কোটি টাকা খরচে দীর্ঘতম সেতু নির্মাণ ভারতীয় রেলের
কোন কোন জেলায় ঝড়বৃষ্টি: দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা থাকছে। একই রকম পরিস্থিতি থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতেও।
আরও পড়ুন : পশুপ্রেমীদেরই জয়, দিল্লির পথ কুকুরদের নিয়ে রায় বদল! তবে বড় শর্ত দিল আদালত
মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা রয়েছে উপকূল এলাকায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সমুদ্র উত্তাল থাকবে। তাই এ সময় মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্র ও শনিবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৩ শে অগাস্ট পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা।