রাজীব মুখার্জী, হাওড়া
শিবপুর হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তের বাড়িতে আজকে ফের এলো ফরেন্সিক টিম। টিমের সদস্যরা মূলত সেদিনের ঘটনার পুনঃ নির্মাণের চেষ্টা করেন। তারা ঘরের স্কেচ তৈরি করেন ও ঘরের মধ্যে থেকে ব্যবহৃত বেশ কিছু জিনিস সংগ্রহ করেন। তাদের দাবি ঘরের দেওয়ালে অনেক জায়গাতে রক্তের দাগ তারা পেয়েছেন। সেই রক্তের দাগ মৃতা সনি রজকের রক্তের গ্রুপের সাথে মিলিয়ে দেখা হবে। ঘরে পরে থাকা অন্যান্য ব্যবহৃত খাবারের নমুনা সংগ্রহ করেন।
প্রসঙ্গত এই ১৪/১ গণেশ চ্যাটার্জী লেনের বাড়িতেই সনি রজক কে খুন করে তার দেহ কে টুকরো টুকরো করে কেটে বিগ শপারে ভরে বালির জেঠিয়া ঘাটে ফেলে আসে তার স্বামী ও তার আরো দুই সঙ্গী।
ঘটনার দুদিনের মধ্যেই বালিখালের সিসিটিভি ফুটেজে হাওড়া পুলিশ সনাক্ত করে তার স্বামী সহ আরো দুই জনকে। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। সেই হত্যাকাণ্ডের পুনঃনির্মানে আজকে আবার মৃতার বাড়ি এলো ফরেনসিক টিমের সদস্যরা।