ফের পুরনো ফর্মে আদানি! নাম উঠল ‘টপ ২০’ ধনকুবেরের লিস্টে, একধাক্কায় বাড়ল সম্পদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হন আদানি কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। তবে সেই ক্ষতি কাটিয়ে উঠে ফের পুরনো ফর্মে গৌতম। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স তালিকায় দীর্ঘদিন ধরে গৌতম আদানি (Gautam Adani) ছিলেন ২১ নম্বর স্থানে। তবে বৃহস্পতিবার ১.৩৯ বিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি পাওয়ায় তালিকার ২০ নম্বরে উঠে এলেন আদানি কর্ণধার।

সম্পদ বাড়ল আদানির (Gautam Adani)

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaire Index) অনুসারে, বৃহস্পতিবার ১.৩৯ বিলিয়ন ডলার সম্পদ বৃদ্ধি পেয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬.২ বিলিয়ন ডলারে। ব্লুমবার্গ সূত্র অনুযায়ী, চলতি বছর ২.৪৯ বিলিয়ন ডলার হাতছাড়া হয়েছিল আদানি (Adani Group) কর্ণধারের।

আরও পড়ুন : নিয়োগ দুর্নীতির জেরে চাকরিহারা ২৬ হাজার! চাকরি গেল খোদ তৃণমূল কাউন্সিলরের, শোরগোল রাজ্যে

এমনকি বিশ্বের শীর্ষ ২০ জন ধনকুবেরদের মধ্যে চলতি বছর মোট সম্পদের পরিমাণ কমেছে ১৬ জনের। তবে গত বৃহস্পতিবার ১.৩৯ বিলিয়ন ডলারের সম্পদ বৃদ্ধি করে ফের বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরদের ক্লাবে চলে এলেন গৌতম। গত ২ এপ্রিল থেকে বিশ্বের ৬০টি দেশের উপর পারস্পরিক শুল্ক নীতি আরোপ করে মার্কিন প্রশাসন। এরপরই গত বৃহস্পতিবার বিশ্বজুড়ে শেয়ার মার্কেটে শুরু হয় রক্তক্ষরণ।

আরও পড়ুন : এক চান্সেই ফার্স্ট! IIT JEE’তে বেনজির কীর্তি সর্বেশের, রোজ ঘুমনোর আগে করতেন এই কাজটি

শীর্ষ ২০ ধনকুবেরদের (Business Tycoon) মধ্যে মোট সম্পদের পরিমাণ হ্রাস পায় ১৮ জনের। অন্যান্যদের নিরিখে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। বৃহস্পতিবার জুকারবার্গের মোট সম্পদের পরিমাণ কমেছে ১৭.৯ বিলিয়ন ডলার। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের হাতছাড়া হয়েছে প্রায় ১৫.৯ বিলিয়ন ডলার।

এমনকি গতকাল বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলা কর্ণধার ইলন মাস্কও। তাঁর ক্ষতির পরিমাণ ১১ বিলিয়ন ডলার। এই নিয়ে চলতি বছর টেসলা কর্ণধারের মোট সম্পদের পরিমাণ কমল ১১০ বিলিয়ন ডলার। তবে এখনও মোট ৩২২ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী ইলন মাস্ক রয়েছেন বিশ্বের ধনকুবেরদের তালিকার একেবারে শীর্ষে।

Again Gautam Adani is in top 20

পাশাপাশি বৃহস্পতিবার প্রায় ৫ বিলিয়ন ডলারের সম্পদ হ্রাস পেয়েছে মাইকেল ডেল, ল্যারি এলিসন, বার্নার্ড আর্নল্ট এবং জেনসন হুয়াং-এর। অন্যদিকে, গতকাল ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ কমেছে ৭৩.৩ মিলিয়ন ডলার। যদিও ৮৯.৮ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে এখনও দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নিজের আসন ধরে রেখেছেন রিলায়েন্স কর্ণধার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X