“হাসিনাকে দিল্লি মদত দিচ্ছে” — বিস্ফোরক দাবি, ফের নিউ ইয়র্কে বসেই ভারতের ভূমিকায় প্রশ্ন তুললেন ইউনূস

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক: ফের ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেন ইউনূস (Mohammad Yunus)। আমেরিকার মাটিতে বসেই ভারতের বিরুদ্ধে কার্যত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে মদত দেওয়ার অভিযোগ তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপুঞ্জের ৮০তম সাধারণ সভায় যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে তিনি একটি ডিজিটাল সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি ভারতের ভূমিকার প্রসঙ্গ তোলেন। পরে সেটি বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো প্রকাশ করেছে।

ফের ভারতকে নিশানা ইউনূসের (Mohammad Yunus)

ইউনূস (Mohammad Yunus) অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়ে রয়েছেন এবং সেখান থেকেই বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন তিনি। ইউনূস বলেন, ‘‘আমি তাঁকে (মোদী) জানিয়েছিলাম, যদি আপনারা তাঁকে আশ্রয় দিতেই চান, সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে অনুরোধ, তিনি যেন আমাদের সম্পর্কে বা বাংলাদেশের মানুষকে নিয়ে মন্তব্য না করেন।’’ যদিও মোদীর কাছ থেকে ইতিবাচক জবাব মেলেনি বলে জানান তিনি। ইউনূসের কথায়, ‘‘মোদী বলেছিলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারেন না।’’

আরও পড়ুন:হোয়াইট হাউসে অচলাবস্থা! থমকে সমস্ত সরকারি কাজ,শাটডাউনের পথে মার্কিন সরকার!

সাক্ষাৎকারে ইউনূসকে Mohammad Yunus) প্রশ্ন করা হয়েছিল, ভারত কি কখনও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে? জবাবে তিনি বলেন, ভারত যদি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে, তবে সম্ভবত তাঁকে রেখেই দেবে। তবে যদি আইনি বাধ্যবাধকতা তৈরি হয়, পরিস্থিতি ভিন্ন হতে পারে। যদিও তিনি সরাসরি ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে চায়, এমন অভিযোগ তোলেননি। তাঁর মতে, বাইরের কিছু শক্তি তাঁকে ফেরাতে সহায়তা করতে পারে, এবং এ সম্ভাবনাই ঢাকার অন্তর্বর্তী সরকারের জন্য উদ্বেগের বিষয়।

উল্লেখযোগ্যভাবে ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অভিযোগ খারিজ করেছেন। তিনি বলেন, তাঁদের কার্যক্রম স্থগিত করা হয়েছে মাত্র। তবে আগামী বছরের নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে না, সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Again Mohammad Yunus blames India for Hasina.

আরও পড়ুন: এক বছরের ব্যবধানে জমা পড়েছে ৪ লক্ষ অভিযোগ! পানীয় জল থেকে যাত্রী সুরক্ষা, ফের কাঠগড়ায় রেল

প্রসঙ্গত, গত ৫ অগস্ট জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে বিমানে চেপে ঢাকার পালিয়ে উত্তরপ্রদেশের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছেছিলেন। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে নিয়মিত সমাজমাধ্যমে বক্তৃতা দিচ্ছেন। এর আগেও ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস (Mohammad Yunus) অভিযোগ করেছিলেন, ভারতের মাটি থেকে হাসিনার এই ধারাবাহিক মন্তব্য নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের অবনতির ঝুঁকি বাড়াতে পারে।

সব মিলিয়ে ইউনূসের (Mohammad Yunus)সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, শেখ হাসিনার অবস্থান এবং ভারতের নীরব সমর্থনকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন জটিলতা তৈরি হচ্ছে।