আবারও বোল্ড লুকে ধরা দিলেন দুপুর ঠাকুরপো খ্যাত অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক : নিশ্চয় সিরিজের নাম শুনে বুঝেছেন ,কে হতে পারে, আরে বাবা মোনালিসা বলে কথা। জনপ্রিয়তা কি আর তাঁর কমতি আছে। সর্বদাই তাঁর সুপার হিট যৌন আবেদনময়ী ছবি যেন আগুণ ঝড়ায়। এমনিতেই সিরিজে তাঁর অভিনয় দেখে একেবারে ঠাকুরপোদের বৌদি প্রেম প্রীতি বেড়ে গিয়েছিল। তারওপরে এখন প্রচন্ড ঠান্ডা।

তাই মোনা বৌদির ছোঁয়া পেতে কে না চায়। আর এই ঠান্ডায় তো মোনালিসার ছবির চাহিদা একটু হলেও বেশি। তাই ভক্তদের মন খারাপ যাতে না হয় তারজন্য মোনালিসাও কিন্তু তৈরি। তাইতো লাল বিকিনিতে একেবারে অন্য লুকে হাজির হলেন অভিনেত্রী। সুইমিং পুলে গা ভাসিয়ে কালো ও লাল পোশাকে মোনালিসা যেন সত্যিই লাস্যময়ী হয়ে উঠলেন। ইনস্টাগ্রামে সেইসব শেয়ার করেছেন তিনি।72382259

কখনও দেখা গেছে কালো বিকিনিতে পুলের জলে গা ডুবিয়েছেন। আবার কখনও পুলের ধারে বসে ছবি শেয়ার করেছেন তিনি। যদিও এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু লাস্যময়ী মোনালিসা নিজের হট ছবি শেয়ার করে সকলকে মন ভরিয়েছেন। কয়েকদিন আগে তো তিনি ঘরের মধ্যে ভিডিও শেয়ার করেছিলেন।monalisa sexy photos bikini 698099 YU82wjzw

কয়েকদিন আগে সাদা পোশাকে ক্লিভেজ দেখিয়ে রোদে গা ভাসিয়ে সানগ্লাস পরে তিনি ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মোনালিসা, তিনি লিখেছেন, “যখন কোনো সুন্দর জায়গা ছেড়ে চলে আসো তখন তাকে মনের মধ্যে করে নিয়ে এসো, তাহলে যখন খুশি যেতে পারবে।”


সম্পর্কিত খবর