আবারও বোল্ড ভিডিও পোস্ট করে আগুন ঝরালেন পুনম পাণ্ডে

বাংলা হান্ট ডেস্ক : বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন পুনম পাণ্ডে৷ মাঝে মাঝেই নিজের বোল্ট ভিডিও কিংবা ফটোশুট সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নজর কেড়ে নেন৷ শ্যুটিং ছাড়াও কখনও বাথট্যাবে কিংবা কখনও বেড রুমে হট এবং বোল্ড ভিডিও তুলে তা আপলোড করেন, কোনও মিল সেক্সি অবতারে সেই ভিডিও নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে দেয়৷2017 02 14 Poonam Pandeys on Valentines Day 2016

তবে ভক্তদেরও তাঁর কাছ থেকেই চাহিদা থাকে তেমনই৷ এবার সেরকম একটি বুক কাঁপানো ভিডিও শেয়ার করে রীতিমতো বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পুনম৷  বলিউডের অন্যতম হট অ্যান্ড সেক্সি অভিনেত্রী পুনম পাণ্ডে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি বিকিনি পড়েই সেক্সি মুডে ভিডিও শেয়ার করেছেন

যেখানে দেখা গিয়েছে যৌন আবেদনময়ী পুনম পাণ্ডে সেক্সি স্টাইলে বসে আছেন, শুধুমাত্র বসে থাকাই নয় উরু থেকে গোটা শরীর দেখিয়েছেন  এবং ক্যাপশনে লিখেছেন বেড টাইম স্টোরিজ ই-3৷

https://www.instagram.com/p/B4X5fY6AmU8/?utm_source=ig_web_copy_link

একই সঙ্গে তিনি নিজের ওয়েবসাইট ও লিখে দিয়েছেন৷ আসলে সাহসী অভিনেত্রী কখনও আধা নগ্ন স্টাইলে ভক্তদের কাছে অন্য মাত্রা পেতে চান৷এই ভিডিও শেয়ার করার পর ভক্তদের কাছ থেকে লাইক ও কমেন্টের ঝড় উঠেছে৷

https://www.instagram.com/p/B32L3CEJVWl/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B3ztbdTJVav/?utm_source=ig_web_copy_link

সম্পর্কিত খবর