বাংলাহান্ট ডেস্ক : প্রায়দিনই মেট্রোয় (Kolkata Metro) বিভ্রাটের জেরে নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের। মূলত কলকাতা মেট্রোর ব্লু লাইনে লেগেই রয়েছে কোনও না কোনও সমস্যা। মেট্রোর (Kolkata Metro) সময়সূচিতে গণ্ডগোল, মেট্রো দেরিতে আসা থেকে কোনও কোনও স্টেশনে হঠাৎ মেট্রো (Kolkata Metro) দাঁড়িয়ে পড়ার মতো সমস্যা লেগেই রয়েছে। শনিবার ফের সকাল সকাল মেট্রো বিভ্রাটের খবরে মাথায় হাত যাত্রীদের।
শনিবার ফের মেট্রো (Kolkata Metro) বিভ্রাট ব্লু লাইনে
জানা গিয়েছে, শনিবার সকালে দক্ষিণেশ্বর থেকে বরানগর পর্যন্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবায় দেখা দেয় বিভ্রাট। সূত্রের খবর, বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো। তবে সিগন্যাল পয়েন্টে বিভ্রাটের কারণে একটি স্টেশনে মেট্রো (Kolkata Metro) বন্ধ রয়েছে। বরানগর থেকে লাইন বদলানোয় সময় বেশি লাগছে মেট্রোয়। এর জেরে সকাল থেকেই ব্লু লাইনে অব্যাহত যাত্রী ভোগান্তি।

রবি থেকে বদলাচ্ছে মেট্রোর নিয়ম: রবিবারও বদল আসছে মেট্রো (Kolkata Metro) পরিষেবার ক্ষেত্রে। রবিবার থেকে পিক আওয়ারগুলিতে একাধিক স্টেশনে একটি মাত্র বুকিং কাউন্টারই পরিচালনা করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, মহাকরণ সহ গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) স্টেশনে একটি মাত্র বুকিং কাউন্টারই খোলা থাকছে বলে খবর। পরীক্ষামূলক ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন : মেলেনি ছাড়পত্র, এ সপ্তাহেও হল না চিংড়িঘাটার অসমাপ্ত কাজ, অরেঞ্জ লাইনে কবে শুরু হবে যাত্রী পরিষেবা?
বন্ধ থাকবে কাউন্টার: রবিবার এই মেট্রো স্টেশনগুলিতে ভিড় কম থাকার সময় কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না। ফলত কাউন্টার থেকে টোকেন ইস্যু, নতুন স্মার্ট কার্ড কিংবা স্মার্ট কার্ড রিচার্জ করা সম্ভব হবে না। পরিবর্তে যাত্রীদের ফোনে থাকা ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপ ব্যবহার করে টোকেন ইস্যু, স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড (Kolkata Metro) রিচার্জ মেশিন থেকে স্মার্ট কার্ড এবং মোবাইল কিউআর টিকিট কিনতে পারবেন। পাশাপাশি স্মার্ট কার্ড রিচার্জ করতে ASCRM মেশিন ইনস্টল করা হয়েছে বিভিন্ন স্টেশনে।
আরও পড়ুন : দিনভর মিলবে পরিষেবা, বছর শেষে নতুন লোকাল ট্রেন কৃষ্ণনগর-আমঘাটা রুটে, জেনে রাখুন টাইমটেবিল
মেট্রো রেল কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বেশ কয়েকটি স্টেশনে আগেই তুলে দেওয়া হয়েছে কাউন্টার। এই তালিকায় যুক্ত হয়েছে গ্রিন লাইনের বেঙ্গল কেমিক্যাল স্টেশন। অন্যান্য স্টেশনগুলির তুলনায় এখানে ভিড় কম হওয়ায় এটিকেও কাউন্টারলেস স্টেশন হিসেবেই ঘোষণা করা হয়েছে।












