রবি সন্ধ্যার পর থেকেই বদলে যাবে খেল, গুমোট কাটিয়ে ফের দুর্যোগের সম্ভাবনা আগামী ৩ দিন!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জন্মাষ্টমীর দিন বেনজির ভাবে বৃষ্টি (South Bengal Weather) পায়নি শহর কলকাতা। ফলত গুমোট গরম বাড়ছে আবার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকবে। তাই আংশিক মেঘলা আকাশের সঙ্গে গুমোট ভাব বজায় থাকবে। মূলত বৃষ্টি না হলেই এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (South Bengal Weather)।

রবিবারের পর থেকেই আবহাওয়া (South Bengal Weather) বদলে যাবে

রবিবারের পর থেকেই আবহাওয়া (South Bengal Weather) বদলাতে পারে। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। ফলে অস্বস্তি আরও বাড়তে পারে।

Again rain and thunderstorm prediction in south bengal weather

ফের বৃষ্টির সম্ভাবনা: মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিমি হতে পারে। মঙ্গল এবং বুধবার সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কমতে পারে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন : তিনটি নয়, চারটি রুটের উদ্বোধন হতে পারত, ১৩ কিমি অংশে কাজ আটকে মেট্রোর! বিষ্ফোরক জেনারেল ম্যানেজার

কেমন থাকবে উত্তরবঙ্গ: রবিবার উত্তরবঙ্গের চার জেলায় জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দার্জিলিং, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের (South Bengal Weather) তরফে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন : বল পেটাতে গিয়ে মাঠের মাঝে আছাড়! ‘খেলা হবে’ দিবসে কেলেঙ্কারি কাণ্ড জ্যোতিপ্রিয়র

মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির (South Bengal Weather) সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও ভারী বৃষ্টিতে ভিজবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।