ফের গড়াপেটার ছায়া পড়ল ভারতীয় ক্রিকেটে। এবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের উপর পড়ল ম্যাচ গড়াপেটার কালো ছায়া। জাতীয় দলের এক মহিলা ক্রিকেটারকে টার্গেট করল জুয়ারিরা। অভিযোগ উঠেছে যে, ভারত বানম ইংল্যান্ডের মধ্যে যখন গত ফেব্রুয়ারি মাসে সিরিজ চলছিল সেই সময় ম্যাচ ফিক্সিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মহিলা ক্রিকেটার কে। তারপরই এই পুরো ব্যাপারটা সেই ক্রিকেটার বোর্ডের দুর্নীতি দমন শাখা কে জানান। আর তারপরেই বোর্ডের দুর্নীতি দমন শাখা সেই মহিলা ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
অজিত সিং শেখাওয়াত যিনি বিসিসিআই এর দুর্নীতি দমন শাখার প্রধান তিনি এক সংবাদ সংস্থা কে জানিয়েছেন যে যেই মহিলা ক্রিকেটার কে এই প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি যেহেতু ভারতীয় জাতীয় দলের একজন সদস্য এবং নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন তাই এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি তদন্ত করবে আইসিসি।
আইসিসি এই ব্যাপার গুলি নিয়ে এখন খুবই সচেতন এবং কঠোর হাতে মোকাবিলা করছে। তাই ভারতীয় মহিলা ক্রিকেটারের কাছে এই অভিযোগ পেয়ে ইতিমধ্যেই জুয়াড়িদের সাবধান করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
জানা গিয়েছে, সেই মহিলা ক্রিকেটার যখন ব্যাঙ্গালুরুতে রিকভারি সেশন করছিলেন NCA তে, সেই সময় উনাকে এই প্রস্তাব দেওয়া হয়। এমনকি সেই ক্রিকেটারের সাথে এক জুয়াড়ির কথাবার্তার সমস্ত রেকর্ড হাতে পেয়েছে বোর্ডের দুর্নীতি দমন শাখা। রাকেশ বাফনা ও জিতেন্দ্র কোঠারি নামে দুই জুয়াড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করাও হয়ে গিয়েছে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!