নেওয়া যাবে না কোনও পদক্ষেপ! অভিষেকের জন্য সুখবর এল হাইকোর্টের তরফে, স্বস্তিতে তৃণমূল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত ভোট ও একুশে জুলাই নানা রকম কাজে ব্যস্ত থাকার মধ্যেই বড়সড় স্বস্তি মিলল অভিষেকের। জানা গিয়েছে, আগামী সোমবার, অর্থাৎ ২৪ জুলাই পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ ইডি করতে পারবে না।

এই বিষয়ে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ওই দিনই আদালতে অভিষেক সংক্রান্ত যাবতীয় তথ্য ও প্রমাণ জমা দিতে হবে। প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এই মামলা নিয়ে অভিষেক আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও শীর্ষ আদালত অভিষেককে কোনরকম রক্ষাকবচ দেয়নি। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, অভিষেক যদি চান তাহলে হাইকোর্টে মামলা করতে পারেন। সেই মতোই ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক হাইকোর্টের দ্বারস্থ হলে এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল।

সেই শুনানিতে আদালত তার পর্যবেক্ষণে বলে, ‘আমরা ইডির কাছে জানতে চাই অভিষেককে গ্রেফতার করার দরকার আছে কিনা। আমরা স্পষ্ট হতে চাই তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার দরকার আছে কিনা।’ এর পরিপেক্ষিতে এদিন হাইকোর্টে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডি কবে ডাকার পরিকল্পনা করেছে সেটা এখনও স্পষ্ট নয়।

abhishek ed

পাশাপাশি আরোও জানা যায়, অভিষেককে ১৪ জুন ডাকা হলে ভোটের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি আসেননি। তারপরে আর তাকে ডাকা হয়নি। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য নথি আছে ইডির কাছে। সে প্রসঙ্গে আগামী শুনানিতে সেইসব নথি আদালতে পেশ করার কথা বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এখন দেখার একুশে জুলাই এর পরে অভিষেকের ভাগ্য কোন দিকে গড়ায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X