বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে বোলিং নিয়ে চিন্তায় ভারতীয় দল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। এবার সামনের টেস্ট সিরিজ তাদের কাছে বদলার ম্যাচ। জয় দিয়ে বছর শেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে আগ্রহী লোকেশ রাহুলরা। কিন্তু সেই লক্ষ্যে নামার আগেই বাংলাদেশের বিরুদ্ধে দলের বোলিং লাইন কেমন হবে সেই নিয়ে চিন্তায় ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। দলের একাধিক গুরুত্বপূর্ণ বোলার চোট পেয়ে মাঠের বাইরে। ফলে নতুন করে ভাবতে হচ্ছে দ্রাবিড়কে

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের তিন তারকা বোলারকে দেখা যাবে না। চোটের জন্য এই সিরিজে নেই বুমরা, শামি ও জাদেজা। আর এই সমস্ত নিয়েই বেশ চিন্তায় রয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। উমেশ যাদব, মহম্মদ সিরাজ হয়তো নতুন বলের দায়িত্বে থাকবেন। এছাড়া অক্ষর প্যাটেল উপমহাদেশের উইকেটে সফল যথেষ্ট। তাই অশ্বিনের সাথে তার জুটি বাঁধা একপ্রকার নিশ্চিত। কিন্তু পঞ্চম বোলার হিসাবে অনভিজ্ঞ স্পিনার সৌরভ কুমার নাকি অভিজ্ঞ উনদকাট, কাকে খেলাবেন সেই নিয়ে চিন্তায় দ্রাবিড়। সুযোগ হতে পারে শার্দূল ঠাকুর বা নভদীপ সাইনিরও।

প্রথম ম্যাচটি আরম্ভ হতে চলেছে বুধবার, ১৪ তারিখ থেকে। চট্টগ্রামের আয়োজিত হতে চলা এই ম্যাচটিতে ভারত মানসিকভাবে ভালো জায়গায় থাকবে। কারণ ওডিআই সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছিল কোহলিরা। সিরিজের শেষ ম্যাচটি ২২শে ডিসেম্বর থেকে আরম্ভ হবে এবং সেই ম্যাচটি আয়োজিত হবে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

প্রথম টেস্টের আগে রাহুল সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আমরা কোনো নির্দিষ্ট মানসিকতা নিয়ে যাব না। একটি নির্দিষ্ট ভেন্যুর একটি নির্দিষ্ট গুরুত্ব আছে। আপনি পরিসংখ্যানের দিকে তাকান এবং আপনি সেখান থেকে নির্দিষ্ট রণনীতি বেছে নেন। প্রতিটি সেশনে দলের চাহিদা ভিন্ন হবে, তাই আমরা তা মূল্যায়ন করব। একটা জিনিস নিশ্চিত- আপনারা আমাদের দিক থেকে অনেক আক্রমণাত্মক ক্রিকেট দেখতে পাবেন।”

ইংল্যান্ডের সাম্প্রতিক কালের নতুন আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলা নিয়েও মুখ খুলেছেন রাহুল। রাহুল জানিয়েছেন যে তিনি মনে করেন না যে বেন স্টোকসরা বেপরোয়া ক্রিকেট খেলছেন। বরং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই তারা মাঠে নামেন বলে ধারণা রাখলেন। এই আগ্রাসি ব্যাটিংটা তাদের পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর